ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচন বিলম্ব হওয়ায় ষড়যন্ত্রের ডালপালা বাড়ছে-আব্দুস সোবহান


আপডেট সময় : ২০২৫-০২-১৮ ১৯:৩২:২০
নির্বাচন বিলম্ব হওয়ায় ষড়যন্ত্রের ডালপালা বাড়ছে-আব্দুস সোবহান নির্বাচন বিলম্ব হওয়ায় ষড়যন্ত্রের ডালপালা বাড়ছে-আব্দুস সোবহান

 

কে এম সোহেব জুয়েল বরিশালঃ


বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-১ আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেছেন, জাতীয় নির্বাচন বিলম্ব হওয়ায় বিভিন্ন ষড়যন্ত্রের ডালপালা বাড়তে শুরু করেছে।

গত ৫ আগস্ট যারা পালিয়ে গেছে, এই দেশ থেকে তারা দেশের মানুষের বিপুল পরিমাণ অর্থ লুট করে নিয়ে গেছে। অবশ্যই তারা সেই অর্থগুলো ষড়যন্ত্রের পেছনে ব্যয় করবে।

তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট ঘরে ঘরে পৌঁছে দিতে মঙ্গলবার বিকেলে জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর তুলাতলা বাজারে ইউনিয়ন বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান আরও বলেছেন, জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।

জনগণ ঠিক করবে তারা কাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দিবে। কাজেই বিএনপি মনে করছেন নির্বাচন যত দেরি হবে, দেশের মধ্যে সমস্যা ততোই বৃদ্ধি পাবে।

অনুষ্ঠিত সভায় খাঞ্জাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাহিলাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল আউয়াল লোকমান, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার সাদাত তোতা,

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল মালেক আকন, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মাহবুবুল ইসলাম,

বিএনপি নেতা অ্যাডভোকেট সালাউদ্দীন আহম্মেদ, মো. জামাল হাওলাদার, গৌরনদী উপজেলা যুবদলের সভাপতি মনির হাওলাদার,

উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক লুৎফর হোসেন মোল্লা, ইউনিয়ন যুবদল নেতা মোফাজ্জেল হক খান, বাবুল হাওলাদার, শাহাবুদ্দিন মেলকার, আবুল হোসেন হাওলাদার প্রমুখ।

সবশষে বিএনপির চেয়ারপার্সন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান খাঞ্জাপুর ইউনিয়নের পাঁচ শতাধিক দুঃস্থ পরিবারের মাঝে বস্ত্র ও উপস্থিত নেতাকর্মীদের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন।


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ