মোঃ মোকাদ্দেস হোসাইন হোসাইন, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
দাম ভালো থাকায় মনের সুখে সরিষা ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের রায়গঞ্জের কৃষকেরা। এই উপজেলায় ধানের পাশাপাশি নিয়মিত সরিষা চাষ করছেন উপজেলার কৃষকেরা। চলতি সরিষা তুলেই চাষ করবেন বোরো ধানের আবাদ।
উপজেলার গ্রামপাঙ্গাসী কারিগরপাড়া গ্রামের কৃষক মোঃ আব্দুল আজিজ ফেকুর সাথে কথা হলে তিনি বলেন, অন্যের জমি বর্গা নিয়ে কয়েক বিঘা জমিতে সরিষার আবাদ করেছেন। ফলন বেশ ভালো হয়েছে।
উপজেলার ডাঙ্গারপাড়া গ্রামের আরেক কৃষক বলেন, সরিষার কারনে কিছুটা দেরি হলেও বোরো ধান চাষাবাদে তেমন সমস্যা নেই। জমি খালি না রেখে সরিষা চাষ করার পরেও বোরো ধান চাষ করা যাচ্ছে।
এদিকে উপজেলার ধানগড়া গ্রামের আরেক কৃষক বলেন, এবার পর্যাপ্ত পরিমান ভুট্টার চাষাবাদ হলেও আমি আমার জমিতে ধানের চাষাবাদ করবো বলে এবার আমি ভুট্টা লাগায়নি। তবে সরিষার দামও বেশ ভালো। তাই এবার আমি পর্যাপ্ত সরিষার আবাদ করেছি। ফলনও বেশ ভালো হয়েছে। এই সরিষা তুলেই বোরো ধানের চারা লাগাবেন বলে জানান তিনি।
এদিকে সরকারি প্রণোদনা পেলে আগামিতে আরও বেশি জমিতে সরিষার চাষ করবেন বলে জানান উপজেলার বেশ কয়েকজন কৃষকৃরা।