মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযানে (ডেভিল হান্ট) যুবলীগ নেতা ও আ'লীগ কর্মী ৪ জন-সহ ১৮জনকে গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয় ।
অপারেশন ডেভিল হান্টে গ্রেফতারকৃতরা হলো: মোঃ তানভীর ইসলাম ওরফে ইসতি (২৮) ও মোঃ ওয়াজেদ আরী মন্ডল (৫৩)।
রাসেল আলী(৩৫) সে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পবা নতুন পাড়ার মোঃ আবুল হোসেন ওরফে হোসেন আলীর ছেলে। সে শাহমখদুম থানার ১৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক জয়েন সেক্রেটারী। আওয়ামীলীগ কর্মী রাজীব শেখ (২৭) সে বোয়ালিয়া থানার গৌরহাঙ্গা এলাকার মৃত ইসাহাক শেখের ছেলে। তানভীর ইসলাম (২৮) সে একই থানার হেতেমখাঁ সবজি পাড়ার মোঃ মুক্তার উদ্দিন সরকার ওরফে ইলুর ছেলে ও ওয়াজেদ আলী (৫৩) সে রাজশাহীর পুটিয়া থানার বিড়ালদহ এলাকার মৃত লাল মোহাম্মদের ছেলে।
মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৪ জন গ্রেফতার করা হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ১৪ জন গ্রেপ্তার হয়েছে। যার মধ্যে মাদক মামলায় ৫ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন এবং অন্যান্য অপরাধে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।