ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বুড়িচংয়ে দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপকারভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ


আপডেট সময় : ২০২৫-০২-১৮ ১৮:০১:১৬
বুড়িচংয়ে দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপকারভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ বুড়িচংয়ে দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপকারভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ

 

বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।

বুড়িচংয়ে সমবায় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপকারভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে।


১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে সমবায় অদিপ্তরের প্রকল্প পরিচালকের আয়োজনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে ৪৮ জন উপকারভোগীর ১লক্ষ ৬০হাজার টাকা করে ৭৬ লক্ষ ৮০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।
বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তারের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠাণে প্রধান অতিতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমবায় একাডেমীর অধ্যক্ষ (অতিরিক্ত নিবন্ধক) কাজী মেসবাহ উদ্দিন আহমেদ।


উপজেলা সমবায় অফিসার মোঃ মীর হোসেন এর পরিচালনায় ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবন্ধক মোহাম্মদ হেলাল উদ্দিন, দুগ্ধ ঘাটতি উপজেলা দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক তোফায়েল আহম্মদ,জেলা সমবায় অফিসার মোঃ সালমান ইকবাল। এসময় বক্তব্য রাখেন, সাবেক সমবায় কর্মকর্তা আবদুল শহিদ, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলোজির সহকারী অধ্যাপক মোঃ রবিউল আলম,বরুড়া উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আমীর আলী,দুগ্ধ সমবায়ের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা সহকারী সমবায় পরিদর্শক মাহমুূদা আক্তার প্রমুখ। ঋণের চেক বিতরন অনুষ্ঠাণে উপস্থিত ছিলেন বিভিন্ন সমবায় সমিতির উপকারভোগী ও সমবায় অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ