ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতাঃ-
ময়মনসিংহের ভালুকায় ট্রাফিক পুলিশের টি আই কামরুজ্জামান বকুলের বিরুদ্ধে ঘোষ বানিজ্য ও চাঁদাবাজির সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ ও দায়িত্বে অবহেলার অভিযোগ এনে মানববন্ধন করেছে পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতারা।
সোমবার রাতে ভালুকা বাসস্ট্যান্ডে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা টি আই কামরুজ্জামান বকুলের বদলি সহ শাস্তির দাবি করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন পরিবহন শ্রমিকনেতা হানিফ, সুমন সহ অন্যান্যরা। এছাড়াও পরিবহন শ্রমিক, মালিক ও অটো টেম্পো শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।