ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সাত মাসের সাজা থেকে বাঁচতে ১০বছর পলাতক


আপডেট সময় : ২০২৫-০২-১৮ ১৪:৩৮:১৩
সাত মাসের সাজা থেকে বাঁচতে ১০বছর পলাতক সাত মাসের সাজা থেকে বাঁচতে ১০বছর পলাতক

সাত মাসের সাজা থেকে বাঁচতে ১০বছর পলাতক

 

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ

সাত মাসের সাজা থেকে বাঁচতে ১০ বছর পলাতক ছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না আর। অবশেষে ধরা পড়তে হলো পুলিশের হাতে ঝালকাঠির নলছিটির মুছা ওরফে বাদল হাওলাদারকে। 

 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বিহঙ্গল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাদল হাওলাদার ওই এলাকার মুজাহার হাওলাদারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।

 

নলছিটি থানার এএসআই কাওসার আহম্মেদ জানান, ২০১৪ সালের বরিশাল  কোতোয়ালি মডেল থানার একটি মাদকদ্রব্য(গাঁজা) জিআর মামলার বিচার শেষে তাকে ৭ মাসের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ২ মাসের  কারাদন্ড দেন আদালত। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। 

 

নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে। 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ