ঢাকা , বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫ , ৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

গৌরীপুরে দিনব্যাপী তারুণ্যের মেলা অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-০২-১৮ ০১:৪৪:৩১
গৌরীপুরে দিনব্যাপী তারুণ্যের মেলা অনুষ্ঠিত গৌরীপুরে দিনব্যাপী তারুণ্যের মেলা অনুষ্ঠিত

 

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
তারুণ্যের উৎসব- ২০২৫ উদযাপন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের মেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে এ মেলার উদ্বোধন করেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রশাসক এম সাজ্জাদুল হাসান।

উদ্বোধনীতে ইউএনও বলেন, বিভিন্ন কর্মসূচিতে তারুণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে। নতুন করে উন্নতশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ ছিলো। তাই, তারুণ্যের শক্তিই আগামীর বাংলাদেশ গঠন করবে।

উদ্বোধন শেষে তিনি অতিথিদের নিয়ে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় সাথে ছিলেন- গৌরীপুর সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহফুজ ইবনে আইয়ুব, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ বিপ্লব, বিএনপি নেতা ফারুক আহাম্মেদ (ভিপি ফারুক), ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল ও ছাত্র প্রতিনিধি বৃন্দ। মেলা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘটে।

 

 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ