ঢাকা , বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫ , ৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

কচুয়ায় উপকারভোগীদের নিয়ে গ্রাজুয়েশন কর্মসূচি অনুষ্ঠিত


আপডেট সময় : ২০২৫-০২-১৮ ০০:৫৭:৩৫
কচুয়ায় উপকারভোগীদের নিয়ে গ্রাজুয়েশন কর্মসূচি অনুষ্ঠিত কচুয়ায় উপকারভোগীদের নিয়ে গ্রাজুয়েশন কর্মসূচি অনুষ্ঠিত

উজ্জ্বল কুমার দাস (কচুয়া, বাগেরহাট) প্রতিনিধি।। 
কচুয়া এপির আয়োজনে অতি দরিদ্র পরিবার উন্নয়ন কর্মসূচির গ্রাজুয়েশন অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ১৭ ফেব্রুয়ারী সকাল ১১ টায় কচুয়া উপজেলা অডিটোরিয়ামে কচুয়া এপি ম্যানেজর এলিস মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর রাজু উইলিয়াম রোজারিও, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ আলী, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া উপজেলা শাখার সাধারন সম্পাদক সূর্য্য চক্রবর্তী।

এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কচুয়া প্রেসক্লাবের সদস্য সাংবাদিক রাকিবুল হাসান, কচুয়া এপির প্রোগ্রাম অফিসার সমর হালদার, লিপি পান্ডে, রোজনিল নুপুর ঘরামী সহ কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা উপকারভোগী পরিবারের সদস্য প্রমুখ। 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অংশগ্রহণকারীদের কাছ থেকে বিভিন্ন প্রতিবন্ধকতা ও পরিকল্পনার কথা শোনেন এবং বিভিন্ন বিষয়ে পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ