ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগর উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে জেলা আইনজীবি সমিতিতে পরপর ২ বার সভাপতি নির্বাচিত হওয়ায় এডভোকেট এ, কে, এম কামরুজ্জামান মামুনকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।
https://youtu.be/2YxzxU95jyw
সোমবার দুপুরে উপজেলার পিটিএ সুপার মার্কেট চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জজ কোর্ট এর জিপি এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম আবিদ।
নাসিরনগর উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ আব্দুল হাইয়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ সভাপতি এডভোকেট শামসুল হক লিটন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, জেলা কৃষক দলের আহবায়ক আবু শামীম মোঃ আরিফ প্রমুখ।
<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FBanglarAloNewsBD%2Fposts%2Fpfbid0aVbcQSR71VpQdiPpboqCaUKEGGJttUufyCzyY8J9QJTAWyMTYAHN9mnUtoRdGAX3l&show_text=true&width=500" width="500" height="500" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>
সংবর্ধনার জবাবে অ্যাডভোকেট কামরুজ্জামান বলেন, নাসিরনগরবাসী আজকে আমাকে যে ভালবাসা দিয়েছে তার জন্য আমি চিরকৃতজ্ঞ। রাষ্ট্র গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন তা সকলকে ঐক্যবদ্ধ থেকে বাস্তবায়ন করতে হবে।
তিনি আরো বলেন, সুদীর্ঘ বছর ধরে বিএননপির রাজনীতি করে আসছি। আমি বিশ্বাস করি তারেক রহমানের আশিবার্দ পুষ্ট হয়ে আগামী সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন পাব।