২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের উপজেলা পরিষদের প্রস্তুতিমুলক সভা
মোঃআইয়ুব চৌধুরী
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালনের লক্ষে প্রস্তুতি সভা উপজেলা প্রসাশনের উদ্যোগে আয়োজন করা হয়।
১৭ফেব্রুয়ারী সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
২০ফেব্রুয়ারী উপজেলা প্রাঙ্গনে চিত্র অঙ্কন প্রতিযোগিতা সহ বিভিন্ন আয়োজনের আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজিব কান্তি রুদ্রের সভাপতিত্বে, অন্যার মধ্যে উপস্থিত ছিলেন
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, ডাঃনিজাম উদ্দিন, কৃষি কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম,সাংবাদিক আজগর আলী খান, মোঃআইয়ুব চৌধুরী, ভিডিপির কর্মকর্তা মোস্তাফিজুর রহমান,নির্বাচন কর্মকর্তা অনিক বড়ুয়া,চন্দ্রঘোনা থানার প্রতিনিধি আব্দুর রহমান, সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
ইউএনও সজীব কান্তি রুদ্র বলেন -রাজস্থলী উপজেলা সদর সহ অত্র উপজেলার তিনটি ইউনিয়নে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনিকে কঠোর নির্দেশনা প্রদান করেন।এবং যতাযত মর্যাদায় উক্ত দিবসটি পালনে সকল সরকারি, আধা সরকারি ও বেসরকারি ইত্যাদি প্রতিষ্ঠানকে নির্দেশনা দেন।