বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে জমি নিয়ে বিরোধের জেরে ধরে দু‘পক্ষের মধ্যে সংঘর্ষ, বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নারীসহ ৫ জন আহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের বড় শিংগা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আবুল হোসেন নামের এক ব্যক্তি প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন।
জানা যায়, দীর্ঘদিন ধরে আবুল হোসেন (৪৩) ও হুসিয়ার শেখ (৪০)-এর সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। শনিবার জমি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আবুল হোসেনের বৃদ্ধ মাসহ ৫ জন আহত হন।
ক্ষতিগ্রস্ত আবুল হোসেন বলেন, পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৫ শতক জমিতে ঘর-বাড়ি তৈরি করে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছি। হঠাৎ করে হুশিয়ার ও তার সহযোগী অজ্ঞাত ৪-৫ লোক আমাদের বসত বাড়ীর মধ্যে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে এবং আমাদের কে গালি গালাজ করে। গালি গালাজের কারন জানতে চাইলে, আমাকে এলোপাতাড়ী মারপিট শুরু করে। ছোট ভাই মামুন আমাকে বাঁচানোর জন্য আসলে তাকেও মারপিট শুরু করে। তার হাতে পিঠে, কোমরে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ী আঘাত করে এবং চাপাতি দিয়ে কুপিয়ে মামুনকে জখম করে। ওরা আমার বৃদ্ধ মায়ের চুল ধরে টেনে হিচড়ে নিয়ে যায় এবং কিল ঘুষি দিয়ে জখম করে।
এছাড়া, আমাদের ঘরে থাকা নগদ ৭০ হাজার টাকা ও আমার মায়ের কানে থাকা স্বর্নালংকার নিয়ে যায়। যাওয়ার সময় আমাদের বসত ঘরে আগুন ধরিয়ে দেয়। আমাদের ডাকচিৎকারে সাক্ষীরা সহ আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিভায়। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। নিজেদের জমিতে শান্তিতে বসবাস করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এই কৃষক।
অভিযুক্ত অসামী হুশিয়ার শেখ বলেন, আমাদের জমি জমা নিয়ে একটু বিরোধ ছিল। এই বিষয়ে কালকে একটু কথা কাটাকাটি হয়েছে। আমরা কারো ঘর বা টাকা পয়সা সোনাদানা করি নাই লুট করি নাই, এটা সম্পূর্ণ মিথ্যা। তারা নিজেদের বাড়িতে আগুন ধরিয়ে আমাদের উপর দায় দেওয়ার চেষ্টা করছে।
এ বিষয়ে বাগেরহাট মডেল থানার এসআই ফজলুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে অভিযোগকারী ও অভিযুক্তরা পরস্পর আলোচনা স্বাপেক্ষে বিবাদ মীমাংসার চেষ্টা করছেন। যদি কোন সমাধান না হয়, তাহলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।