ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বুড়িচংয়ে তিন আ.লীগ নেতা আটক!


আপডেট সময় : ২০২৫-০২-১১ ০০:৫৪:০৬
বুড়িচংয়ে তিন আ.লীগ নেতা আটক! বুড়িচংয়ে তিন আ.লীগ নেতা আটক!


 বুড়িচং কুমিল্লা প্রতিনিধি।। 

কুমিল্লার বুড়িচংয়ে আইনজীবীসহ তিন আওয়ামীলীগ নেতা আটক করে থানা পুলিশ।

(১০ ফেব্রুয়ারি ২০২৫) সোমবার সন্ধ্যায় ওসি আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান পরিচালনাকালে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিরা হলেন বুড়িচং উপজেলার কৃমিল্লা জজকোর্টের আইনজীবী ও উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড.রেজাউল করিম খোকন, আ' লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল করিম, মোকাম ইউনিয়নের আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো.জামাল হোসেনকে আটক করা হয়েছে।

বুড়িচং থানার ওসি আজিজুল হক প্রতিনিধিকে জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার অভিযোগে মামলার সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে রেজাউল ও জামালকে গতরাতে বুড়িচং থানা পুলিশ আটক করে, অপরজন আইনজীবী রেজাউল করিম খোকনকে কুমিল্লা গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে। মঙ্গলবার সকালে কুমিল্লা কোর্টের মাধ্যমে দুইজনকে জেল হাজতে প্রেরণ করা হবে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ