ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ত্রিশালে তরুনের উৎসব উপলক্ষে পিঠা মেলা


আপডেট সময় : ২০২৫-০২-১১ ০০:২৬:৫৬
ত্রিশালে তরুনের উৎসব উপলক্ষে পিঠা মেলা ত্রিশালে তরুনের উৎসব উপলক্ষে পিঠা মেলা

ত্রিশাল ময়মনসিংহ প্রতিনিধি :

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এ প্রতিপাদ্য নিয়ে তরুণ্যের উৎসব উপলক্ষে ময়মনসিংহ জেলা ত্রিশাল আব্বাসিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার আয়োজনে সোমবার (১০ফেব্রুয়ারি) সকাল ১০টায় সরা দিনব্যাপী পিঠা মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন করেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাঃ ফজলুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার উপাধ্যক্ষ আতিকুর রহমান, সহঃ অধ্যাপক মুজিবুর রহমান, দেলোয়ার হোসেন, প্রভাষক আবু জাফর মোহাম্মদ সালেহ সহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারী।

ব্যাতিক্রমী এ আয়োজনকে স্বাগত জানান, প্রত্যাশা কোচিং সেন্টারের পরিচালক আব্দুল্লাহ আল ফাহাদ।

দর্শনার্থীরা জানায়, কুয়াশার সকালে কিংবা সন্ধ্যায় হিমেল বাতাসে মুখরোচক পিঠার স্বাদ নেওয়া ভোজন বিলাসী বাঙালির ঐতিহ্যের অংশ।

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইফফাজ বলেন, আজকের এই আয়োজনে আমরা অনেক আনন্দিত, প্রতি বছরে যেন এমন আয়োজন করা হয়, সেটাই প্রত্যাশা করি।

দশম শ্রেণীর শিক্ষার্থী মাহমুদুল হাসান তাইফ জানান, পিঠা মেলায় স্থান পেয়েছে নকশি, চিতই, পাঠিসাপটা, জামাই বরণ পিঠা, ডাল ও তালের পিঠাসহ বিভিন্ন জাতের পিঠা ছিল স্টলে।

আলিম শিক্ষার্থী রাবিয়া আক্তার জানায়, পিঠা মেলায় স্থান পেয়েছে নকশি, চিতই, পাঠিসাপটা, জামাই বরণ পিঠা, ডাল ও তালের পিঠাসহ বিভিন্ন পিঠার সমারাহ। উৎসবে ভিড় জমান আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীরা। অনেকেই মেতেছিল উৎসবে। কেউ কিনছেন, কেউ খাচ্ছেন। আবার কেউবা নিয়ে যাচ্ছেন প্রিয়জনের জন্য। পিঠা পুলির এ আয়োজনটি তরুণ প্রজন্মকে আকর্ষণ করে। পাশপাশি বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে স্টলে বিক্রি করার মাঝেই আনন্দ তাদের। এতে তরুণরা বিভিন্ন পিঠার সাথে পরিচয় হতে পেরে খুশি তারা।

অত্র প্রতিষ্ঠানের শিক্ষকরা বলেন, নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে এমন আয়োজন বলে জানান শিক্ষকরা। পাশাপাশি তারুণ্যের যে উৎসব। সেই উৎসব যেন সারাবছর জুড়ে থাকে, সেটাই প্রত্যাশা করেন তারা।

অধ্যক্ষ মাওঃ ফজলুল হক বলেন, বাঙালির চিরচেনা ঐতিহ্য ধরে রাখতে আয়োজন করা হয়েছে সারা দিনব্যাপী পিঠা পুলির মেলা। এ উৎসব উপভোগ করতে মেলা প্রাঙ্গণে ভিড় জমান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ। প্রতি বছরই এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশা করেন তিনি।

 

 

 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ