ঢাকা , রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে শিশুকে অপহরণ করে ৫ লাখ টাকা দাবি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০২-১১ ০০:২০:২৭
চট্টগ্রামে শিশুকে অপহরণ করে ৫ লাখ টাকা দাবি চট্টগ্রামে শিশুকে অপহরণ করে ৫ লাখ টাকা দাবি

 

এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম

চট্টগ্রামে পটিয়ায় বড়লিয়া ইউনিয়নের বাড়ৈকারা গ্রামে প্রতিবেশী এক শিশুকে অপহরণ ও ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করায় মো. হৃদয় (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবক ওই এলাকার মো. আফছারের ছেলে। আর অপহৃত শিশুর নাম মো. আয়াত (৪ বছর), সে একই এলাকার প্রবাসী মাহাবুল আলমের ছেলে। এই ঘটনায় ধৃত হৃদয়ের বন্ধু রাসেলকেও (১৯) গ্রেফতার করা হয়েছ। রাসেল কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ছিরার টেক এলাকার নাসির আহমদের ছেলে।

শিশু আয়াতের চাচা মো. হাবিবুল্লাহ জানান, গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাড়ির সামনে থেকে আয়াতকে অপহরণ করা হয়। বিকেল সাড়ে ৪ টার দিকে আয়াত বাড়ির সামনে রাস্তার উপর খেলছিল। সন্ধ্যার পরও সে বাড়িতে না ফেরায় সবাই তাকে খোঁজাখুঁজি করতে থাকে। পুকুরে পড়ে গেছে ভেবে বাড়ির আশপাশের সব পুকুরে জাল ফেলে তাকে খোঁজা হয়।

এদিকে সন্ধ্যা ৭ টার দিকে তার পরিবারের নাম্বারে ফোন করে জানানো হয় আয়াতকে অপহরণ করা হয়েছে। তাকে জীবিত ফেরত পেতে হলে ৫ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। পরে আমি ওই নাম্বারে ফোন করে কথা বললে অপহরণকারী মো. হৃদয়ের কন্ঠস্বর চিনতে সক্ষম হই। হৃদয় আমাদের প্রতিবেশী। তবুও বিষয়টি তাকে বুঝতে না দিয়ে আমরা থানায় যোগাযোগ করি।

অন্যদিকে আমাদের প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে কৌশলে হৃদয়কে ফোন করে আয়াতকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে তাকেসহ খোঁজার জন্য গ্রামে আসতে বলে। তাদের কথামত হৃদয় এলাকায় আসলে লোকজন তাকে ধরে ফেলে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে আয়াতকে সে অপহরণ করে কর্ণফুলী চরলক্ষ্যা এলাকায় তার বন্ধু রাসেলের বাসায় আটকে রেখেছে।

পরবর্তীতে স্থানীয় জনতা কৌশলে হৃদয়কে দিয়ে রাসেলকে ফোন করে অপহৃত শিশু আয়াতকে শান্তিরহাট এলাকায় এনে দিতে বলে। হৃদয়ের কথামতো রাসেল শিশু আয়াতকে নিয়ে শান্তির হাট আসলে আগে থেকে ওঁৎ পেতে থাকা জনতা আরেক অপহরণকারী রাসেলকে ধরে ফেলে এবং তার কাছ থেকে আয়াতকে উদ্ধার করে। এ ঘটনার পর উত্তেজিত জনতা অপহরণকারী হৃদয়কে গণপিটুনি দেয়।

পরবর্তীতে শিশু আয়াতের পরিবার ৯৯৯-এ ফোন করলে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে দুই অপহরণকারীকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় শিশু আয়াতের চাচা মো. হাবিবুল্লাহ বাদী হয়ে গত ৫ নভেম্বর পটিয়া থানায় মো. হৃদয় (৩০) ও রাসেল (১৯) সহ অজ্ঞাতনামা ২-৩ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

পটিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক মো. জুয়েল উদ্দিন বলেন, চিপস ও আচারের লোভ দেখিয়ে শিশু আয়াতকে অপহরণ করে মুক্তিপণ দাবি করার ঘটনায় স্থানীয় জনতা দুইজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। বিষয়টি আমলে নিয়ে তদন্ত করা হচ্ছে।

 

 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ