রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল পূর্ণাঙ্গ চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন শিক্ষার্থীরা। পরে পরিচালকের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় কলেজের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করেন। টানা দেড়ঘন্টা অবরোধ কর্মসূচীতে সড়কের দুই প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন।
পরে দুপুর ১টার দিকে হাসপাতালের পরিচালক ডা: আনোয়ারুল কবীর এসে মেডিকেল কলেজ ও হাসপাতাল পূর্ণাঙ্গ চালুর আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, প্রায় ১৪ বছর অতিবাহিত হলেও কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল পূর্ণাঙ্গতা পায়নি। কোটি কোটি টাকার যন্ত্রাংশ অযন্ত অবহেলায় পড়ে রয়েছে,সবকিছু ঠিকঠাক থাকলেও কেন চালু হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন তারা।