কুমারখালীতে ছাত্রদের করা নাশকতা মামলায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার
আপডেট সময় :
২০২৫-০২-১০ ২৩:৫৪:১৯
কুমারখালীতে ছাত্রদের করা নাশকতা মামলায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার কুমারখালীতে ছাত্রদের করা নাশকতা মামলায় নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালের দিকে কুমারখালী পৌরসভার পদ্মপুকুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন – কুমারখালী পৌর ছাত্রলীগের সভাপতি খন্দকার মুবিন হাসান প্রান্ত ও উপ দপ্তর সম্পাদক মেজবাউল হক হৃদয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৬ টার দিকে লিফলেট বিতরণ ও নাশকতা চেষ্টার উদ্দেশ্যে পৌরসভার পদ্মপুকুর এলাকায় জড়ো হতে থাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় নেতাকর্মীরা। তবে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হৃদয়কে লাঠিসোঁটাসহ ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ। এ ঘটনায় সকাল ১০ টার দিকে আটককৃত হৃদয়কে আসামি করে নাশকতা আইনে মামলা করেন বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র শামীম হোসেন। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে ৩০ জনকে। পরে তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে ছাত্রলীগের আরেক নেতা প্রান্তকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালী শাখার সদস্য সচিব আসাদুজ্জামান আলী জানান, স্বৈরচারী আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী নাশকতা করতে পদ্মপুকুর এলাকায় জড়ো হচ্ছিল। পরে পুলিশের খবর পেয়ে দ্রুত পালিয়ে যায়। আমরা থানায় মামলা করেছি।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ জানান, এক ছাত্র একজনের নামে এবং ৩০ জনকে অজ্ঞাত আসামিরা করে নাশকতা আইনে মামলা করেছে। মামলায় দুইজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স