বিশেষ প্রতিনিধি
৯ ফেব্রুয়ারী (রবিবার) ও ১০ ফেব্রুয়ারী ( সোমবার) বিভিন্ন দৈনিক পত্রিকা ও আজকের ক্রাইম নিউজ এবং জনতার বিপ্লবসহ বেশ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে ’বানারীপাড়ায় প্রতারণার শিকার হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক যুবতী’ শিরোণামে আমাদের জড়িয়ে প্রকাশিত সংবাদের অভিযোগ সম্পূর্ন মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
আমাদের পেশাগত ও সামাজিক ভাবমূর্তি ক্ষুন্ন করার ঘৃন্য প্রয়াসে উদ্দেশ্য প্রণোদিতভাবে কামরুল হাসানের সঙ্গে আমাদের পরিবারের নিরাপরাধ সদস্যদের জড়িয়ে থানাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ২০২০ সালে অর্থ্যাৎ ৫ বছর পূর্বে কামরুল হাসানের সঙ্গে রূপা নামের যে নারীর প্রেম ও বিয়ের দাবি করা হয়েছে সে ব্যপারে আমাদের পরিবারের সদস্যরা অবহিত হন। ৫ বছরের মধ্যে ওই নারী কেন আমাদের পরিবারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করলো না। কামরুল হাসান কোন ভুল বা অপরাধ করে থাকলে সেটা একান্তই তার বিষয়।
এর সঙ্গে পরিবারের সদস্য আমরা কোনভাবেই জড়িত নই। পেশাগত, পারিবারিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুন্ন করা ও নিছক হয়রাণি করার উদ্দেশ্যে আমাদের জড়িয়ে মিথ্যা অভিযোগের বরাতে প্রকাশিত সংবাদের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মোসাম্মৎ রানু বেগম, মোহাম্মদ কাইয়ুম, মোহাম্মদ কালাম বেপারী, আব্দুল মান্নান, মোসাম্মৎ সকিনা ও মো: মহসিন। পেশকারবাড়ী, গাভা, বানারীপাড়া।