ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বাবার হত্যাকারীদের বিচারের দাবি গৌরীপুরে সংবাদ সম্মেলনে রবি মোবাইল সিম বয়কটের ডাক


আপডেট সময় : ২০২৫-০২-০৯ ১৯:০৮:৫৬
বাবার হত্যাকারীদের বিচারের দাবি গৌরীপুরে সংবাদ সম্মেলনে রবি মোবাইল সিম বয়কটের ডাক বাবার হত্যাকারীদের বিচারের দাবি গৌরীপুরে সংবাদ সম্মেলনে রবি মোবাইল সিম বয়কটের ডাক


গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গৌরীপুরে রবি আজিয়াটা মোবাইল সিম বয়কটের ডাক দিয়েছেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ফাল্গুনকরা রবি টাওয়ারে কর্মরত অবস্থায় নিহত আবুল হাসিমের সন্তানরা।

রবিবার (৯ ফেব্রুয়ারি) গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই বয়কটের ডাক দিয়েছেন। নিহত আবুল হাসিম উপজেলার কাউরাট গ্রামের বাসিন্দা। সিকিউরিটি কোম্পানি আইএসএস লিমিটেড কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়ে তিনি সেখানে রবি টাওয়ারে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

সংবাদ সম্মেলনে নিহত আবুল হাশিমের ছেলে মনোয়ার হাসিব মামুন লিখিত বক্তব্যে বলেন, তার বাবা আবুল হাশিম ২০০৩ সাল থেকে সিকিউরিটি কোম্পানি আইএসএস লিমিটেডের মাধ্যমে চৌদ্দগ্রাম ফাল্গুনকরা রবি আজিয়াটা টাওয়ারে নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। গত বছরের ১৮ অক্টোবর তাঁকে নির্মমভাবে হত্যা করে। ঘটনারদিন রাতে তিনি সেখানে একাই দায়িত্ব পালন করছিলেন।

তিনি অভিযোগ করে বলেন, রবি টাওয়ারের বিভিন্ন সেক্টরে কর্মরত সদস্যরাই মূল্যবান মালামাল চুরি করতে আসে এবং তাদের চিনে ফেলায় আমার বাবা আবুল হাশিমকে নির্মমভাব হত্যা করে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে- হত্যাকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে রবি ও আইএসএস সিকিউরিটি কোম্পানি খুনিদের পক্ষ নেয়। এমনকি নিহত আবুল হাশিমের পরিবারকে কোন সমবেদনা পর্যন্ত জানায়নি ও যোগাযোগ করেনি বরং বিভিন্ন মাধ্যমে তাঁকে হুমকি-ধমকি দিচ্ছেন তাঁরা। মনোয়ার হাসিব মামুন নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শংকায় আছেন বলেও সংবাদ সম্মেলনে জানান।

তিনি আরও জানান, কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশের অসহযোগিতার কারণে প্রকৃত খুনিদের আসামিও করা যায়নি। কুমিল্লা আদালতের মাধ্যমে সন্দেহভাজন ফাল্গুনকরা টাওয়ারের ইনচার্জ নুরুল্লাহ, সাবেক ইনচার্জ আনিস, জেনারেটার অপারেটর সুমন, আইএসএস লিমিটেড কোম্পানির সুপারভাইজার আনোয়ার ও ফাল্গুনকরা রবি টাওয়ারের অপর সিকিউরিটি গার্ড সফিউরকে সম্পূরক আসামি করা হলেও অদ্যবদি পুলিশ তাদের গ্রেফতার করতে পারেনি। এই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত রবি সিম বয়কট করার জন্য গৌরীপুরের সবার প্রতি উদাত্ত আহবাণ জানান তিনি।

সংবাদ সম্মেলনে নিহতের দুই মেয়ে আলিফা সুলতানা হ্যাপি, লতিফা সুলতানা শিপুসহ অন্যান্য আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে কুমিল্লা চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন আহমেদ এ থানায় সদ্য যোগদানের বিষয়টি জানিয়ে সাংবাদিকদের বলেন,
মামলাটি ক্লুলেস থাকার কারণে খুনিদের গ্রেফতার করা যায়নি, তবে পরবর্তীতে আদালতের মাধ্যমে পিটিশনকৃত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ