ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

সোনালী কাবিন পদক ঘোষণা, ১৫ ফেব্রুয়ারী কবি আল মাহমুদ স্বরণোৎসব

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০২-০৯ ১৮:২১:১৪
সোনালী কাবিন পদক ঘোষণা, ১৫ ফেব্রুয়ারী কবি আল মাহমুদ স্বরণোৎসব সোনালী কাবিন পদক ঘোষণা, ১৫ ফেব্রুয়ারী কবি আল মাহমুদ স্বরণোৎসব

নিজস্ব প্রতিবেদক

কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদ এর উদ্যোগে সোনালী কাবিন পদক-২০২৫ ঘোষনা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৯ ফেব্রুয়ারী ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদ এর সভাপতি ইব্রাহিম খান সাদত এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্রের প্রধান উপদেষ্ঠা হাফেজুর রহমান মোল্লা কচি।

সংবাদ সম্মেলনে কবি আল মাহমুদ স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা হাফেজুর রহমান মোল্লা কচি ঘোষণা করেন যে, এ বছরের ‘সোনালী কাবিন পদক’ মনোনীত হয়েছেন প্রখ্যাত প্রাবন্ধিক, গবেষক ও বাংলা একাডেমির বর্তমান সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

উল্লেখ্য, আবুল কাসেম ফজলুল হক বাংলাদেশের একজন প্রখ্যাত প্রাবন্ধিক, লেখক, গবেষক, ঐতিহাসিক, অনুবাদক, সমাজবিশ্লেষক, সাহিত্য সমালোচক ও রাষ্ট্রচিন্তাবিদ। তিনি রাষ্ট্রভাষা বাংলা রক্ষা কমিটির আহ্বায়ক। তিনি নিরপেক্ষ রাজনৈতিক চিন্তা ও তত্ত্বের জন্য বিশেষভাবে পরিচিত। তার রচনা স্বদেশ ভাবনা ও রাজনৈতিক চিন্তায় ঋদ্ধ। প্রগতিপ্রয়াসী মন নিয়ে তিনি জাতীয় ও আন্তর্জাতিক ঘটনাবলি সম্পর্কে মত প্রকাশ করেন। তিনি ১৯৮১ সালে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার লাভ করেন। ২০২৪ সালের ২৭ অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকার তাকে বাংলা একাডেমির সভাপতি হিসেবে নিয়োগ প্রদান করে।

আগামী ১৫ ফেব্রুয়ারি কবি আল মাহমুদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী স্মরণ উৎসব অনুষ্ঠিত হবে। ১৫ ফেব্রুয়ারি সকালে কবির কবরে সুরা ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল। বিকাল ৩টায় নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও কবিতাপাঠ। উৎসবে বইমেলা, কারুপণ্য প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বরচিত কবিতা পাঠ ও বিশিষ্ট কবি-সাহিত্যিকদের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ১৭ ফেব্রুয়ারী সোনালী কাবিন পদক প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহার ইসলাম মোল্লা। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি লিটন হোসাইন জিহাদসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সংগঠনের পক্ষ থেকে সকল শুভানুধ্যায়ীদের স্মরণ উৎসবে সরাসরি উপস্থিত থাকার অনুরোধ জানানো হয় এবং কবি আল মাহমুদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

 

 

 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ