নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে খুনসহ ডাকাতির ক্লুলেস মামলার অন্যতম পলাতক আসামী সালমানকে গ্রেফতার করেছে র্যাব-৯, সিলেট। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, ধর্ষণ, মানবপাচার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, বনদস্যু/জলদস্যু, ডাকাত ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
ঘটনার বিবরণ থেকে জানা যায় যে, গত ০৩/০২/২০২৫ ইং তারিখ আনুমানিক ০১.০১ ঘটিকার সময় ভিকটিম মহসিন মিয়া শায়েস্তাগঞ্জ থানাধীন বড়চর তালুগড়াই এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ফার্দিন- মার্দিন হোটেলে চা পান করার উদ্দেশ্যে যান। চা পান শেষে ডাকাতির ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হলে হঠাৎ রাস্তার পাশে থাকা ৮/১০ জন ডাকাত লোহার রড ও রামদা দিয়ে ভিকটিমকে মারাত্মকভাবে আঘাত করে।
একপর্যায়ে জীবন বাঁচানোর জন্য ভিকটিম আহত অবস্থায় দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মাটিতে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন ০৩.৫০ ঘটিকার সময় ভিকটিমকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। তথায় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর ভিকটিমকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে উল্লেখিত ঘটনায় শায়েস্তাগঞ্জ থানার এসআই মোঃ তাজুল ইসলাম বাদী হয়ে একটি খুনসহ ডাকাতি মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় প্রাপ্ত গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ০৮ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ ২০.৪০ ঘটিকার সময় হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন শিমলু তলী এলাকায় অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার মামলা নং-০৩, তাং-০৫/০২/২০২৫ খ্রি., ধারা-৩৯৬, পেনাল কোড ১৮৬০ মূলে খুনসহ ডাকাতি মামলার অন্যতম ০১ জন পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী ১। সালমান উদ্দিন (২৭), পিতা-জালাল উদ্দিন, সাং- উলুকান্দি, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, উক্ত মামলার আন্যান্য পলাতক আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।