ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বিদেশ ফেরত ছাত্রলীগ কর্মীকে গণধোলাই দিয়ে পুলিশ সোপর্দ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০২-০৮ ২২:৫৬:৫০
বিদেশ ফেরত ছাত্রলীগ কর্মীকে গণধোলাই দিয়ে পুলিশ সোপর্দ বিদেশ ফেরত ছাত্রলীগ কর্মীকে গণধোলাই দিয়ে পুলিশ সোপর্দ
 

 

এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম

চট্টগ্রামে বোয়ালখালীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর গোমদণ্ডীতে এ ঘটনা ঘটেছে। আটক ছাত্রলীগ কর্মী ফরহাদুল আলম রোকন (২৫) পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি গত বৃহস্পতিবার বিদেশ থেকে দেশে আসে। ৫ বছর আগে আরব আমিরাত পাড়ি দিয়েছিলেন।

স্থানীয়দের অভিযোগ, তিনি বিদেশ থেকে তার ফেসবুক আইডি থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তি নিয়ে উস্কানিমূলক স্ট্যাটাস দিয়ে আসছিলেন। এনিয়ে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে তাকে গণধোলাই দেন।

বোয়ালখালী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ছোটন দাশ বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে ছাত্র লীগ কর্মী ফরহাদুল আলম রোকনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ