ধনবাড়ীতে ৬ মাস মেয়াদী কম্পিউটার শর্ট কোর্সের বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত
আপডেট সময় :
২০২৫-০২-০৮ ২২:৪৪:৩৭
ধনবাড়ীতে ৬ মাস মেয়াদী কম্পিউটার শর্ট কোর্সের বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত
শহিদুল ইসলাম: ধনবাড়ী প্রতিনিধি:
টাঙ্গাইলের ধনবাড়ী সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুল ভেন্যুতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ৬ মাস মেয়াদী কম্পিউটার শর্ট কোর্সের বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (০৭ জানুয়ারি ২০২৫) সকাল ১০টায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে জাতীয় দক্ষতামান বেসিক (৩৬০ ঘন্টা ) শিক্ষাক্রমের জুলাই-ডিসেম্বর ২০২৪ পরীক্ষা কম্পিউটার কোর্সের ২টি বিষয়ের কম্পিউটার অফিস এপ্লিকেশন ও ডাটাবেস প্রোগ্রামিং এ মোট ১৭৬ জন পরীক্ষার্থী তাত্ত্বিক, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় টাঙ্গাইলের ধনবাড়ী সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুল ভেন্যুতে অংশ গ্রহন করেন।
জানা যায়, উক্ত পরীক্ষায় অংশ গ্রহণ কারীরা উত্তীর্ণ হয়ে দক্ষ স্কেল নিয়ে বাংলাদেশের বিভিন্ন সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও স্কুল কলেজে চাকুরি করার সুযোগ রয়েছে। পরীক্ষা শেষে ফলাফলে উত্তীর্ণ শিক্ষার্থীরা পাবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে দক্ষতা সনদ।
উক্ত পরীক্ষায় উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার এর প্রতিনিধি ধনবাড়ী উপজেলা ইসলামিক ফাউন্ডেশন এর ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ ইব্রাহীম খলিলুল্লাহ।
আরো উপস্থিত ছিলেন, সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত ) মোঃ গোলাম রাব্বানি, জাহিদুল ইসলাম মিলটন অভিভাবক সদস্য সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুল, আইসিটি শিক্ষক মোঃ আব্দুল হামিদ।
ধনবাড়ী উপজেলা ইসলামিক ফাউন্ডেশন এর ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ ইব্রাহীম খলিলুল্লাহ বলেন, আমি প্রতিটি হল ঘুরে দেখেছি, ভেন্যুতে পরীক্ষার্থীরা নকল মুক্ত ও সুষ্ঠ ও সুন্দর পরিবেশে পরীক্ষা দিয়েছে।
তিনি আরো বলেন, বর্তমান যুগে কম্পিউটারের চাহিদা দিন দিন বেড়েই যাচ্ছে। শিক্ষা, ব্যবসা, বিনোদন, যোগাযোগ, এমনকি দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার বাড়ছে। তাই কম্পিউটার বিষয়ক দক্ষতা থাকা প্রয়োজন। ধনবাড়ীতে এই কোর্স এর ব্যবস্থা ও পরীক্ষার আয়োজনকারীদের ধন্যবাদ জানান।
এদিকে পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার্থীর সাথে আসা অবিভাবকদের সাথে কথা বলে জানা যায়, তারা জানান ভেন্যুর নিরাপত্তা ও পরীক্ষার পরিবেশে খুব সুন্দর ধনবাড়ীতে এ পরীক্ষার আয়োজনকে সাধুবাদ জানান।
সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত ) মোঃ গোলাম রাব্বানি জানান, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে জাতীয় দক্ষতামান বেসিক (৩৬০ ঘন্টা ) শিক্ষাক্রমের জুলাই-ডিসেম্বর ২০২৪ পরীক্ষা সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এই পরীক্ষার ভেন্যুর নিরাপত্তার জন্য পুলিশ সদস্য নিয়োজিত ছিল।
এছাড়াও সাকিনা মেমোরিয়াল গার্লস হাই স্কুলটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোক) পরীক্ষার কেন্দ্র ও এসএসসি পরীক্ষার সাব কেন্দ্র, বিভিন্ন বেসরকারি বৃত্তি প্রকল্পের বৃত্তি পরীক্ষার কেন্দ্র হিসাবে ব্যবহার করা হয়। আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করে থাকি এ ধরনের পরীক্ষা গুলোতে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স