মুলাদী প্রতিনিধিঃ বরিশালের মুলাদী উপজেলায় গতকাল ৭ ফেব্রুয়ারী শুক্রবার সকাল ৯টায় মুলাদী পৌরসভা চত্ত¡রে মুলাদী পৌরসভা শাখার উদ্যোগে বাংলদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মুলাদী পৌর শাখার সভাপতি মোঃ সারাফাত সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বরিশাল জেলা শাখার সভাপতি আকবর হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মুলাদী উপজেলা আমীর মাও. আবু সালেহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মুলাদী উপজেলা শাখার সেক্রেটারী মাও. ডাক্তার মোরশেদ আলম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক ঝালকাঠি জেলার সভাপতি আহসান হাবিব ইমরোজ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জেলা দাওয়াত ও সাংস্কৃতিক সম্পাদক জামাল উদ্দীন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মুলাদী উপজেলা সহকারী সেক্রেটারী মু. আব্দুল্লাহ আহাদ ভূঁইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী মুলাদী পৌরসভার আমীর মো. হুমায়ুন হোসেন ও মুলাদী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. নজিবুর রহমান ভূঁইয়া কামাল।
সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন, পৌরসভার শিবিরের সেক্রেটারি মো. আহনাফ রহমান ভূঁইয়া সামিদ। আরো উপস্থিত ছিলেন, মুলাদী উপজেলা শাখার শিবিরের সভাপতি মাহমুদুল হাসান সোহাগ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুলাদী উপজেলা ছাত্র প্রতিনিধি বায়েজিদ হোসেন, উপজেলা শিবিরের সেক্রেটারি সাখওয়াত হোসেন।