ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

অটোরিক্সা চালক মাহবুবকে হত্যা মামলার আসামী আরিফুল ইসলাম রকিকে গ্রেফতার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০২-০৮ ০৩:১৫:৫৪
অটোরিক্সা চালক মাহবুবকে হত্যা মামলার আসামী আরিফুল ইসলাম রকিকে গ্রেফতার করেছে র‌্যাব। অটোরিক্সা চালক মাহবুবকে হত্যা মামলার আসামী আরিফুল ইসলাম রকিকে গ্রেফতার করেছে র‌্যাব।


নিজস্ব প্রতিবেদক
রাজধানীর লালবাগ এলাকায় “চাঞ্চল্যকর অটোরিক্সা চালক মাহবুবকে ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে নৃশংসভাবে হত্যা মামলার” প্রধান আসামী আরিফুল ইসলাম @ রকি (২৬)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

রাজধানীর লালবাগ থানাধীন শহীদনগর এলাকায় ভাড়া বাসায় বসবাসকারী মাহবুব আলম (৩২) অটোরিক্সা চালিয়ে তার জীবিকা নির্বাহ করতো। গত ৩১/১২/২০২৪ তারিখ রাত আনুমানিক ২২:০০ ঘটিকায় ভিকটিম মাহবুব থার্টিফাস্ট নাইট উপলক্ষ্যে অনুষ্ঠিত একটি গানের অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। এরপর গত ০১/০১/২০২৫ তারিখ মাঝরাত আনুমানিক ০১:৩০ ঘটিকায় মো: আরিফুল ইসলাম @ রকিসহ তার সঙ্গীয় অপরাপর আসামীরা মিলে পূর্ব শত্রুতার জের ধরে পূর্বপরিকল্পিত ভাবে মাহবুবকে রাজধানীর লালবাগ থানাধীন জেএন সাহা রোডস্থ একটি বাড়ীর ভিতরে নিয়ে গিয়ে মাহবুবকে দেশীয় অস্ত্র (চাকু, এন্টি কাটার ও সুইচ গিয়ার চাকু ইত্যাদি) দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হাত, পা, মাথা, পিট ও পেটসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত কাটা জখম করে নৃশংসভাবে হত্যা করে। পরবর্তীতে লালবাগ থানা পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভিকটিম মাহবুবের মৃত দেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করতঃ লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

উক্ত ঘটনায় মৃত মাহবুবের মা মোছা: আমেনা বেগম (৫৩) বাদী হয়ে রাজধানীর লালবাগ থানায় মাহবুবকে নৃশংসভাবে হত্যাকান্ডে জড়িত পলাতক প্রধান আসামী আরিফুল ইসলাম @ রকিসহ ১৩ জন এবং অজ্ঞাতনামা আরো ৫/৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০১, তারিখ-০২/০১/২০২৫ খ্রিঃ ধারা-৩০২/৩৪ পেনাল কোড। মামলা রুজুর বিষয়টি জানতে পেরে রকিসহ অন্যান্য আসামীরা আত্মগোপনে চলে যায়।  

চাঞ্চল্যকর ও নৃশংস এই হত্যাকান্ডের বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০, লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল হত্যাকান্ডে জড়িত আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় অদ্য ০৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রাত আনুমানিক ০২:০০ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোয়ান্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা এলাকায় একটি অভিযান পরিচালনা করে উল্লেখিত অটোরিক্সা চালক মাহবুব হত্যা মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামী মোঃ আরিফুল ইসলাম @রকি (২৬), পিতা-মো: খলিল হোসেন, সাং-মিরাশার, থানা-জাজিরা, জেলা-শরীয়তপুর’কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী রকি ও তার সঙ্গীয় অপরাপর আসামীরা মিলে পূর্বশত্রæতার জের ধরে পরস্পর যোগসাজসে ভিকটিম মাহবুবকে উল্লেখিত ঘটনাস্থলে নিয়ে গিয়ে চাকু, এন্টি কাটার ও সুইচ গিয়ার চাকু দ্বারা এলোপাথাড়ি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ