ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

রাজাপুরে পূর্ব শত্রুতার জের ধরে অসহায় পরিবারের উপর হামলা আহত- ৩


আপডেট সময় : ২০২৫-০২-০৮ ০০:৫৬:২৯
রাজাপুরে পূর্ব শত্রুতার জের ধরে অসহায় পরিবারের উপর হামলা আহত- ৩ রাজাপুরে পূর্ব শত্রুতার জের ধরে অসহায় পরিবারের উপর হামলা আহত- ৩



আশিকুর রহমান শান্ত 
ভোলা প্রতিনিধি: 


ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কন্দকপুর এলাকার রুবেল ও জুয়েল গংদের বিরুদ্ধে একই এলাকার দিনমজুর মোশারফ (৪০) ও তার আপন ছোট ভাই মোঃ হেলাল (৩৩) উপর হামলার এ অভিযোগ পাওয়া গেছে। তারা বর্তমানে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে সার্জারি ওয়ার্ডের ৩২ ও ৩৩ নম্বর বেডে চিকিৎসাধীন অবস্থায় আছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ) দুপুর ১২টা ৩০ সময় কন্দকপুর এলাকার আব্দুর রব চৌকিদার বাড়ীতে এই ঘটনা ঘটে। জানা যায় মোশারফ ও হেলাল এর সাথে অভিযুক্ত রুবেল (২৮), জুয়েল (২৪) ও কামাল (৩৮) এবং হোসনেয়ারা (৪৮) গংদের সাথে দীর্ঘ ১ বছর বাবার ওয়ারিশের সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। 

আহত মোশারফ অভিযোগ করে বলেন, আমার ভাই ও ভাগিনারা আমার বাবার ঘরবাড়ি দখল করে আছে।আমাকে ও আমার ছোট ভাই হেলাল কে বাড়ি থেকে বের করে দিয়েছে। ১ বছর যাবত এ ধরনের অন্যায় করে আসছে আমাদের সাথে। আমার মা গুরুতর অসুস্থ হয়ে পড়ায় আমার ছোট ভাই মাকে দেখতে সেখানে যায়। হেলাল কে দেখে আমার ভাই মোঃ কামাল ভাগিনা রুবেল ও জুয়েল ছুটে এসে তাকে এলোপাথাড়ি মারতে থাকে। খবর পেয়ে আমি সেখানে ছুটে যাই। আমাকে দেখে রুবেল তার হাতে থাকা কুড়াল দিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে মাথায় কুপিয়ে জখম করে। সাথে সাথে আমি মাটিতে লুটিয়ে পড়ি। পরে স্থানীয়রা আমাদের কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে।

আহত হেলাল বলেন, আমি আমার অসুস্থ মাকে দেখতে গিয়েছি। সেখানে এ ভাবে আমাকে অমানুষিক নির্যাতন করা কি কারণে, কেন ই বা এই ভাবে আমাকে মারলো তার কিছুই আমি জানি না। আমি এর কঠিন বিচার চাই।

আহত রাশিদা বেগম (৩৬) বলেন, আমার দেবর তার মাকে দেখতে গেলে সেখানে তাকে মারধর করতেছে শুনে আমার স্বামী তাকে সেখান থেকে নিয়ে আসতে গেলে তারা সেখানে আমার স্বামী কে হত্যার উদ্দেশ্যে কুড়াল দিয়ে কোপ দেয়। 
 
এ বিষয়ে অভিযুক্ত মোঃ কামাল এর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কল রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি। 

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ বলেন,
এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ