মো নাহিদুর রহমান শামীম
মানিকগঞ্জ জেলা থেকে
সরকারি, সাধারণ মানুষের ও কৃষকের জমির মাটির টাকা এছাড়াও ভিন্ন অসৎ উপায়ে আয় করেন শত কোটি টাকার সম্পদ গড়েন মো জাহিদ মালেক স্বপন প্রথম আওয়ামী লীগ বিজয় সময় মানিকগঞ্জ (৩) আসন থেকে এমপি নির্বাচিত হয় এবং দ্বিতীয় বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়ে মো জাহিদ মালেক স্বপন ও এবং ততকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বাসের কারণে তাকে স্বাস্থ্য মন্ত্রী হিসেবে দ্বায়িত্ব তুলে দেন।
দলীয় নেতা-কর্মীদের কাজে লাগিয়ে ক্ষমতার বলে গড়ে তুলেন এক সম্পদের পাহার। জাগীর মেঘশিমুল ১০০০ডিং জমি ক্রয় করেন এবং ঐ জমি ভরাট করার সময় কতো কৃষি জমি নষ্ট করে কতো কৃষকে পথের ভিকারি করে, সান লাইফ ইনসুরেন্সের কমপানি খুলে সাধারণ মানুষ থেকে নিরীহ মানুষের টাকা নিয়ে পালিয়ে যাওয়া, জাগির বিসিক শিল্প এলাকায় কার্বন হলডিংক নামে প্রতিষ্ঠান তৈরি করা, সাটুরিয়া উপজেলা নেকটাক কম্পানি তৈরি করা, মানিকগঞ্জ কর্নেল টাওয়ার, জয়রা নিজ বাড়ি শুভ্র ও মালেক কমিটি বাগান বাড়ি এছাড়াও ভিন্ন আবসিক প্রকল্প বাড়ি ক্রয় সহ নিজের বাবা ও মা এদের নামে প্রতিষ্ঠান তৈরি করা এবং বিদেশে ব্যাংকে টাকা রাখা। ক্ষমতার বলে তৈরি করাঐ সব সম্পদের মালিক মো জাহিদ মালেক স্বপন।