ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে আমুর ঝালকাঠির বাসভবন ভাঙচুর


আপডেট সময় : ২০২৫-০২-০৬ ১৮:৩৩:০৮
শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে আমুর ঝালকাঠির বাসভবন ভাঙচুর শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে আমুর ঝালকাঠির বাসভবন ভাঙচুর
 

 

 

 
 
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমুর ঝালকাঠির বাসভবনে হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
 
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি শহরের রোনালসে রোডের আমুর বাড়ি ও ফিরোজা আমু হোমিওপ্যাথি মেডিকেল কলেজে ব্যাপক ভাঙচুর করে। গতকাল রাতে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়াল মাধ্যমে এক বক্তব্য দেন। তার এই বক্তব্যের প্রতিবাদে রাতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জনতা ধানমন্ডি ৩২ নাম্বার গুড়িয়ে দেয়। এর ধারাবাহিকতায় বুধবার রাত ২টার দিকে বরিশাল নগরীর বগুড়া রোডের বাড়িতে বুলডোজার দিয়ে ভাঙচুর শুরু করে। রাত ৩টার দিকে ভাঙচুর শেষে বাড়িতে আগুন ধরিয়ে দেয় জনতা।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে ঝালকাঠি শিল্পকলা অ্যাকাডেমির সামনে সাবেক এমপি আমির হোসেন আমুর নামে বেগম ফিরোজা আমির হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ভাঙচুর করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পরে তার পোড়া বাসভবনে এসে ভাঙচুর শুরু করে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা দেশ ছাড়েন। এরপর আমুর ঝালকাঠির বাড়িতে বিক্ষুব্ধ জনতা হামলা ও অগ্নিসংযোগ করে। পরে ওই বাড়ি থেকে পোড়া-অক্ষত মিলিয়ে প্রায় চার কোটি টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করে সেনাবাহিনী ও পুলিশ।
 
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা খালেদা সাইফুল্লাহ বলেন, জুলাই গণহত্যার বিচার দাবিতে আমরা এই আন্দোলন করতে আছি। শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে। আমরা তাকে দেশে এনে দ্রুত ফাঁসির কার্যকর করার দাবি জানাচ্ছি।
 
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিকন মাহমুদ বলেন, আওয়ামী লীগের কোন কার্যক্রম করতে দেয়া হবে না। দেশ থেকে তাদের ন্যারেশন চীরতরে মুছে ফেলতে হবে। ঝালকাঠিতে আমি হোসেন আমুসহ আওয়ামি লীগের যত স্থাপনা আছে সব ধ্বংস করা হবে। তারা সহ নতুন করে আর কোনো ফ্যাসিজম তৈরি না হয়।
 
এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, আমরা এখনও কিছু জানতে পারিনি, বিষয়টি খোঁজ নিচ্ছি।
 
 
 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ