ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

হত্যা চেষ্টা মামলাসহ ১০ মামলার আসামি ডিবি সুমনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০২-০৭ ২৩:৩৯:০৩
হত্যা চেষ্টা মামলাসহ ১০ মামলার আসামি ডিবি সুমনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। হত্যা চেষ্টা মামলাসহ ১০ মামলার আসামি ডিবি সুমনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।


নিজস্ব প্রতিবেদক
রাজধানীর আদাবর থানার হত্যা চেষ্টা মামলাসহ ১০ মামলার এজাহারনামীয় আসামি মোঃ সুমন@ ডিবি সুমন @কোপা সুমন (২৮)’কে গ্রেপ্তার করেছে র‌্যাব-২।
 
“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেপ্তার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। 
 
রাজধানীর আদাবর থানার আগ্নেয়াস্ত্র সহযোগে হত্যাচেষ্টাসহ ১০ মামলার এজাহারনামীয় আসামি মোঃ সুমন@ ডিবি সুমন @কোপা সুমন (২৮)’কে গতকাল ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখ রাতে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২।
 
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ০৩/০১/২০২৫ ইং তারিখ রাতে মোঃ সুমন@ ডিবি সুমন @কোপা সুমন এর নেতৃত্বে এজহারনামীয় অন্যান্য আসামি ও অজ্ঞাতনামা ৩০/৪০ জনের একটা সন্ত্রাসী দল প্রভাব বিস্তারের লক্ষ্যে আদাবর থানাধীন মেহেদী বাগ একটি মুদি দোকানের সামনে জনমনে আতঙ্ক সৃষ্টি করতঃ পিস্তল দিয়ে ফাঁকা গুলি করে এবং দেশীয় অস্ত্র রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল দিয়ে হত্যার উদ্দেশ্যে ভিকটিম আলমগীর (২১) ও আরিফ (১৯)গুরুতর জখম করে। উক্ত ঘটনায় আদাবর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র‌্যাব এ বিষয়ে আসামিদের গ্রেপ্তারের লক্ষে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল গতকাল ০৬/০২/২০২৫ ইং তারিখ রাতে আসামিকে ডিএমপি ঢাকার মোহাম্মদপুর থানাধীন নবীনগর হাউজিং এলাকা হতে গ্রেপ্তার করে। আসামি হতে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষন করে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য রাজধানীর আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ