ঢাকা , শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫ , ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ভূঞাপুরে নসিমনের ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত


আপডেট সময় : ২০২৫-০২-০৭ ২৩:২৩:২৫
ভূঞাপুরে নসিমনের ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত ভূঞাপুরে নসিমনের ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত




মো. শহিদুল ইসয়াম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে বাঁশবোঝাই নসিমনের সাথে প্যাটেলচালিত সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় নসিমনটি পুলিশ আটক করে নিয়ে গেলেও চালক পালিয়ে গেছে।

আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল  ১২ টার দিকে ভূঞাপুর-গোবিন্দাসী সড়কের বাগবাড়ি মনির চেয়ারম্যানের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মো. হুজাইফা আলিফ (১২) উপজেলার ভাদুরীচর পশ্চিম পাড়া গ্রামের এখলাছের মিয়ার ছেলে। সে শালদাইর হাফিজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের একজন ছাত্র ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে ভূঞাপুর দিক থেকে একটি বাঁশবোঝাই নসিমন আসছিল এবং গোবিন্দাসী বাজার থেকে একটি প্যাটেলচালিত সাইকেল চালিয়ে বাড়ির দিকে ফিরছিল আলিফ। পথিমধ্যে বাগবাড়ি মনির চেয়ারম্যানের বাড়ি সামনে পৌছলে ওই নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে প্যাটেলচালিত সাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে আলিফ ঘটনাস্থলেই গুরুতর আহত হয়। এরপর স্থানীয় লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভ্যানযোগে ভূঞাপুর হাসপাতালে পাঠায়।পরে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ