নিজস্ব প্রতিবেদক
র্যাব এর যৌথ অভিযানে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার চাঞ্চল্যকর অপহরণ মামলার নাবালিকা ভিকটিম উদ্ধার এবং এজাহারনামীয় ০১নং পলাতক আসামী গ্রেফতার। ‘বাংলাদেশ আমার অহংকার‘ এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানি, অপহরণসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
উল্লেখ্য যে, গত ইং ৩০/০৭/২০২৪ তারিখ ০৮৩০ ঘটিকার সময় আসামী মোঃ সামাউল ইসলাম (২০) ও তার সহযোগী মিলে নাবালিকা ভিকটিম কে হাজরানিয়া বাজার সংলগ্ন উত্তর পার্শ্বে পাঁকা রাস্তার উপর থেকে সুকৌশলে জোরপূর্বক অপহরণ করে। পরবর্তীতে ভিকটিমের পিতা লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
ঘটনাটি উক্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে বিধায় র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের দৃষ্টিগোচর হয়। পরবর্তীতে উক্ত মামলার আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তথ্যের সহায়তা নিয়ে আসামীকে গ্রেফতারের তৎপরতা শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় ০৬ -০২-২০২৫ ইং তারিখ, ১৯৪৫ ঘটিকায় সিপিসি-২, নীলফামারী, র্যাব-১৩ এবং সিপিসি-১, নারায়নগঞ্জ, র্যাব-১১ কর্তৃক মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ থানাধীন আধারিতলা নয়াবাড়ি এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে নাবালিকা ভিকটিম কে উদ্ধার করতঃ আসামী মোঃ সামাউল ইসলাম (২০), পিতা- মোঃ আবুল কালাম আজাদ, সাং- ভোটমারী (সদরপাড়া ১নং ওয়ার্ড), থানা- কালীগঞ্জ, জেলা- লালমনিরহাটকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামী এবং ভিকটিম কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।