রবিউল হত্যা মামলার আসামি সুজন ডিপজল গ্রেপ্তার করেছে র্যাব।
রবিউল হত্যা মামলার আসামি সুজন ডিপজল গ্রেপ্তার করেছে র্যাব।
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার মোঃ রবিউল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি মোঃ সুজন @ ডিপজল (২২)’কে মোহাম্মদপুর হতে গ্রেপ্তার করেছে, র্যাব- বাংলাদেশ আমার অহংকার” এই ¯েøাগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেপ্তার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের দ্রæততম সময়ে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার মোঃ রবিউল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি মোঃ সুজন@ ডিপজল (২২)’কে অদ্য ০৩/০২/২০২৫ ইং তারিখ রাতে ঢাকার মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-০২।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১০/১০/২০২৪ ইং তারিখ আনুমানিক ভোর ০৫.০০ ঘটিকায় গ্রেপ্তারকৃত আসামি মোঃ সুজন@ ডিপজল(২২) এবং অজ্ঞাতনামা আরো ৫/৬ জন মিলে মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকার একটি নির্মানাধীন ভবনের লোহার রড চুরি করে নেওয়ার সময় দায়িত্বরত সিকিউরিটি গার্ড ও ভিকটিম মোঃ রবিউলসহ অন্যান্য সিকিউরিটি গার্ডরা ধাওয়া করে আসামি মোঃ সুজন@ ডিপজল (২২)’কে আটকপূর্বক চোরাই রড উদ্ধার করে।
উক্ত ঘটনায় ক্ষিপ্ত হয়ে গত, ১০/১০/২০২৪ ইং তারিখ রাত আনুমানিক ২২.১৫ ঘটিকার সময় ভিকটিম মোঃ রবিউল ঢাকা উদ্যান এলাকায় একটি দোকানের সামনে ডিউটি করাকালীন অবস্থায় ধৃত আসামি মোঃ সুজন@ ডিপজল (২২) ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে ভিকটিম রবিউল ইসলাম (৩৪)’কে মারাত্বক রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।
পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে গুরুতর আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম রবিউলকে মৃত ঘোষণা করে।
উক্ত ঘটনার প্রেক্ষিতে থানায় একটি হত্যা মামলা দায়ের হলে গ্রেফতার এড়াতে উক্ত আসামি আতœগোপনে চলে যায়। উক্ত ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র্যাব এ বিষয়ে আসামিকে গ্রেপ্তারের লক্ষে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল অদ্য ০৩/০২/২০২৫ ইং তারিখ রাতে আসামিকে ডিএমপি ঢাকার মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকা হতে গ্রেপ্তার করে।
আসামি হতে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষন করে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স