কে এম সোহেব জুয়েল: গৌরনদী উপজেলার ৬নং বাটাজোর ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের মৃত্যু আবুবকর সরদারের পুত্র ফারুক সরদার ৬৫ রবিবার ২ ফেব্রুয়ারি সকাল ০৮.০০ ঘটিকার তার (ফারুক) বসতঘরের সংলঘ্ন রান্না ঘর সংযুক্ত গরু ঘরে যাওয়ার পথে ঘরের দরজার সামনে রান্না ঘরের বিদ্যুতের সংযোগ লাইন থেকে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ঘরের সামনে পড়ে যায় ফারুক। স্ত্রী তার স্বামীর পরে যাওয়ার শদ্ব শুনে দ্রুত ঘর থেকে বের হয়ে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করেন এবং পাশর ঘরের নাতি শাকিল কে ডেকে এনে তার স্বামিকে ঘরের সামনের উঠানে নিয়ে আসলে ফারুক সরদার মৃত্যু বরণ করেন।
এ ঘটনায় স্থানীয় লোকজন গৌরনদী থানা পুলিশকে সংবাদ দিলে গৌরনদী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রস্তুত পূর্বক উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেন।