রাত পোহালেই রাণীশংকৈলে বিদ্যার দেবী সরস্বতী পুজা
আপডেট সময় :
২০২৫-০২-০২ ২৩:২৩:১৭
রাত পোহালেই রাণীশংকৈলে বিদ্যার দেবী সরস্বতী পুজা
পেয়ার আলী, ঠাকুরগাঁও:
সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী। মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা উদযাপন হয়। হিন্দুধর্মালবম্বীরদের মতে, বিদ্যার দেবী সরস্বতী এই জগতে আসেন জ্ঞানের আলো নিয়ে ভক্তদের কাছে। বিদ্যার দেবী সরস্বতী পুজা করা হয় ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে। এই কারণ এই বিদ্যার দেবী মাতা সরস্বতী পুজা করা হলে ছাত্র ছাত্রীদের জ্ঞান অর্জন হয়। তাই প্রতিবছর নানা আয়োজনের মধ্য দিয়ে বিদ্যালয় প্রাঙ্গন সহ গ্রামগুলোতে হিন্দুধর্মাললবম্বীরা বিদ্যার দেবী সরস্বতী পুজা করে থাকেন।
সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৩ (ফেব্রুয়ারী ) রোজ সোমবার সকালে উপজেলার বিদ্যালয় এবং গ্রামগুলোতে বিদ্যার দেবী সরস্বতী পুজা মুর্তি স্থাপন করা হয়েছে। বিদ্যার দেবী সরস্বতী যেহেতু ঘরোয়া পুজা তাই প্রতিবছর ন্যায় এইবারো উপজেলার বিভিন্ন বিদ্যালয় সহ গ্রামগুলার মন্দিরে সাজানো হয়েছে নানা রঙ্গের বেলুন দিয়ে সরস্বতী পুজার মণ্ডপ। আজ ২ (ফেব্রুয়ারি) রোজ রবিবার বিকাল ৪টায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের প্রাঙ্গণে হিন্দু সম্প্রদায়ের ছাত্র- ছাত্রীরা বিদ্যার দেবী সরস্বতী পুজার মুর্তি স্থাপন করেন অপরদিকে গ্রামগুলোতে গ্রামবাসীরা বিদ্যার দেবী সরস্বতী মাতার মুর্তি পুজা মণ্ডপে স্থাপন করেছেন।
আগামীকাল রোজ সোমবার সকালে সারাদেশে উদযাপিত হবে হিন্দুধর্মালম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পুজা। পুজার দিনে হিন্দু সম্প্রদায়ের ছাত্র- ছাত্রীরা বিদ্যালয়ের প্রাঙ্গণ এবং গ্রামগুলোর পুজা মণ্ডপে নানা রঙ্গের ফুল ফল সাজিয়ে রাখা হবে সেই সাথে থাকবে তাদের মূলবানসম্পদ বই খাতা কলম। এবং সরস্বতী পুজার সময় মাতার নিকটে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। ধর্মীয় পুরোহিত সাথে সবার একই কন্ঠধ্বনীর সুরে উচ্চারিত হবে মাতার প্রণাম মন্ত্র : নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে।
বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাংদেহি নমোহস্তুতে।
জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে।
বীনারঞ্জিত পুস্তক হস্তে,
ভগবতী ভারতী দেবী নমহস্তুতে। এবং সেই মাতার নিকটে পুষ্পার্ঘ্য অর্পণ এর মন্ত্র: ওঁ জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে।
বীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।
নামঃ ভ দ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নামঃ।
বেদ-বেদাঙ্গ-বেদান্ত-বিদ্যা-স্থানেভ্য এব চ।।
এস স-চন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি সরস্বতৈ নামঃ। এই মন্ত্র পাঠ করার মাধ্যমে মাতার নিকটে আগামী ভবিষ্যতের প্রজন্মের ছেলে মেয়েরা যে জ্ঞান অর্জন করতে পারে এই মাতার নিকটে প্রার্থনা করা হবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স