ঢাকা , রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫ , ২০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের সীমানা প্রাচীরের বাইরে থেকে কার্যালয়ের দিকে গুলিবর্ষণ


আপডেট সময় : ২০২৫-০২-০২ ১৯:২০:৫৯
কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের সীমানা প্রাচীরের বাইরে থেকে কার্যালয়ের দিকে গুলিবর্ষণ কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের সীমানা প্রাচীরের বাইরে থেকে কার্যালয়ের দিকে গুলিবর্ষণ
 

 

 

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) প্রাচীরের বাইরে থেকে কার্যালয়ের দিকে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

রবিবার (০২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত হয়নি।

এ ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গুলিবর্ষণের সময় কার্যালয়ে প্রাঙ্গণে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কর্মী সম্মেলন চলছিল।

খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কী কারণে এ গুলির ঘটনা তা এখনো জানাতে পারেনি পুলিশ।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিহাবুর রহমান এবং কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান গুলিবর্ষণের বিষয়টি নিশ্চত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বেলা ১১টা থেকে কার্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কর্মী সম্মেলন চলছিল। দুপুর ২টার দিকে মুখোশধারী দুর্বৃত্তরা সীমানা প্রাচীরের বাইরে থেকে অফিস প্রাঙ্গণের দিকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করে। সীমানা প্রাচীরের পেছনে গড়াই নদীর দিক থেকে দুর্বৃত্তরা এসে গুলি করে আবার ওইদিক দিয়েই পালিয়ে যায়। এতে আতঙ্কিত হয়ে পড়েন কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু জানান, আ১মাদের অনুষ্ঠান চলাকালীন গুলির ঘটনা ঘটেছে। এতে আমরা আতঙ্কে পড়ে যাই। এ ঘটনায় জড়িতদের শাস্তি চাই।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান জানান, দুপুর আনুমানিক ২টার দিকে মুখোশধারী দুর্বৃত্তরা পানি উন্নয়ন বোর্ড অফিস প্রাঙ্গণে গুলি করে পালিয়ে যায়। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সেটা আমরা ধারণা করতে পারছি না। কী কারণে এটি ঘটেছে সেটাও জানি না। তবে এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানাই।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান জানান, দুপুরের দিকে গুলির ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশের কয়েকটি টিম কাজ করছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ