নিজস্ব প্রতিবেদক
র্যাব-১৩ এর অভিযানে ৯৯ বোতল ফেন্সিডিল ও ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার। 'বাংলাদেশ আমার অহংকার'-এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।
র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল কর্তৃক লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার কাশিরাম চৌধুরী এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতারকৃত আসামীর মোটরসাইকেল তল্লাশী করে একটি লাল প্লাস্টিকের ব্যাগে রক্ষিত ৯৯ বোতল ফেন্সিডিল এবং সাদা প্লাস্টিকের ব্যাগে পলিথিন মোড়ানো ২.৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ কাউসার আলী (২১), পিতা-মোঃ মতিউর রহমান, সাং-খামারভাতি, থানা-কালিগঞ্জ, জেলা-লালমনিরহাট’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।