ঢাকা , রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫ , ২০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

চাচার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন ভাতীজা, থানায় অভিযোগ


আপডেট সময় : ২০২৫-০২-০২ ১৮:৩৮:৪৯
চাচার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন ভাতীজা, থানায় অভিযোগ চাচার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন ভাতীজা, থানায় অভিযোগ

 

 

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগন্জ উপজেলায় চাচার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন ভাতীজা, থানায় অভিযোগ।

৩০ জানুয়ারি (বৃহষ্প্রতিবার) দুপুরে জমি-জমা নিয়ে নিজ বাসায় মৃত আবু তালেবের ছেলে চাচার কাছে তার পৈতৃক জমির হিসাব চাইতে গেলে তাকে জমির হিসাব না দিয়ে এলোপাতারি মারতে থাকেন। ভয়ে প্রান বাচাতে অন্য বাড়িতে আশ্রয় নিয়ে প্রান রক্ষা পান বাদী সাকিব।

জানা যায়, সাকিবের বাবা ১৩ মাস বয়সেই মারা যায়। বাবা মারা যাওয়ায় মা সাকিবের চাচাকে বিয়ে করেন। সংসার এতদিন ঠিকমতই চলছিল তাদের। এখন সাকিবের বয়স ২৫ বছর। সে পীরগন্জ উপজেলার চন্ডীপুর গ্রামের মৃত আবু তালেবের ছেলে। বাদী সাকিব ১৮ বছর বয়স হওয়ায় এখন সে চাচার কাছে তার প্রাপ্র্য সম্পদ বুঝে নিতে চাই। চাচা মানিক হায়দার তার অর্পিত সম্পদের হিসাব দিতে চাইলেও বাবা টাকার বিনিমিয়ে এগ্রিম্যান্ট নামা দিয়ে গেছে বলে জানান বিবাদী।

বিবাদী আরো বলেন, সাকিবের বাবা আমার কাছ থেকে টাকা নিয়েছিল জমি বাবদ তবে কোন চুক্তিপত্র নেই বিবাদী নিকট।

বাদী সাকিব জানান, চাচার ভয়ে লুকিয়ে বেড়াচ্ছি আমি, আমাকে মেরে ফেলার হুমকি সবসময় দেয়। আমার মা ও আমাকে দেখতে পারে না, আমার বাবার সম্পদ দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে খাচ্ছেন আমার চাচা। আমার বাবার সম্পদের মালিক আমি, সেই সম্পদ আমি ভোগ না করে আমার চাচা জোর পুর্বক ভোগদখল করছেন।

পীরগন্জ থানার এসআই সফিকুলকে মুঠোফোনে কল করলে তিনি জানান, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে সুষ্ঠু বিচার করা হবে।

 

 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ