ঢাকা , সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫ , ২০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পটিয়া থেকে  এক ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০২-০২ ১৮:১২:৫৯
পটিয়া থেকে  এক ব্যক্তির লাশ উদ্ধার পটিয়া থেকে  এক ব্যক্তির লাশ উদ্ধার


এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম 

চট্টগ্রামের পটিয়ায় সপ্তাহ না যেতেই ফের এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পটিয়া  কচুয়াই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পশ্চিম আজিমপুর ব্রাম্মণপাড়াস্থ পাকা রাস্তারে পাশে একটি খালি জমি থেকে এই লাশ উদ্ধার করা হয়। লাশটির পরিচয় এখনো জানা যায়নি।

পটিয়া থানার এসআই কামরুজ্জমান পুলিশ জানিয়েছেন, মৃতদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং এটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও পরিচয় উদঘাটনে সিআইডি টিম তদন্ত শুরু করেছেন।

এ বিষয়ে স্থানীয় এলাকাবাসী জানান, মৃত ব্যক্তিকে তারা আগে কখনো দেখেননি এবং তার পরিচয় সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। চুরি, ডাকাতি, ছিনতাই, খুন সহ নানা অপরাধ বেড়ে যাওয়ায় উদ্বেগ বেড়েছে স্থানীয়দের মাঝে। প্রসঙ্গত, গত ২৩ জানুয়ারি একই ইউনিয়নে আলমগীর হোসেন (৪০) নামের এক অটোরিকশা চালককে হাত পা বেঁধে খুন করে গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তিনি রাঙ্গুনিয়া উপজেলার পুর্ব পারুয়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের পুত্র।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ