ঢাকা , রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫ , ২০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বিদায় নিচ্ছে শীত, মাঘ মাসে বাঘ নয় পালাচ্ছে শীত


আপডেট সময় : ২০২৫-০২-০২ ০০:১৯:৫৬
বিদায় নিচ্ছে শীত, মাঘ মাসে বাঘ নয় পালাচ্ছে শীত বিদায় নিচ্ছে শীত, মাঘ মাসে বাঘ নয় পালাচ্ছে শীত

 

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি।।

বাংলাদেশে শীতের প্রকোপে মাঘ মাসে বাঘ পালানোর গল্প প্রচলন এক সময় থাকলেও, এবছরে মাঘের মাঝামাঝিতেই শীতের অনুভব কমতে শুরু করেছে। ১৫ ই মাঘ থেকে তাপমাত্রার পারদ বেশ ওপরে। শীতের শুরুতে তাপমাত্রা কমতে থাকলেও তা ক্ষণস্থায়ী ছিলো।

চলতি মৌসুমে শীত, তার প্রকৃত চরিত্র নিয়ে এলেও পৌষ মাসের শেষ দশকে এসে শীতের চরিত্র দেখা যায়নি। ফেব্রুয়ারী প্রথম তারিখ থেকেই অনেকটা স্বাভাবিক অবস্থা বিরাজমান, অনুভব হচ্ছে না শীতের। বাইরে মানুষের চলাচল শীতের পোশাকের চেয়ে স্বাভাবিক পোশাকে দেখা যাচ্ছে বেশি, তবে সন্ধার পরে কিছুটা শীতের আমেজ এখনো রয়েগেছে। হাড়হীম করা শীতের তীব্রতা এবছর দেখা মেলেনি। তবে কুমিল্লার বুড়িচংয়ে কিছুদিন কুয়াশা ঘেরা অবস্থায় থাকলেও শীতের অনুভব অনেকটাই স্বাভাবিক।

 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ