বিশেষ প্রতিনিধি
আদালতের আদেশ থাকা সত্বেও নিজ বসত ভিটার দলিলকৃত জমির গাছ কাটতে পারছেননা বাবুগঞ্জ উপজেলা জাহাঙ্গীর নগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের ইউসুফ আলী কবিরাজের কন্যা মোসাম্মৎ সাহিদা আক্তার ৩৫।
সাহিদা অভিযোগ করে বলেন, দীর্ঘ ৬০/ ৬৫ বছর পুর্বে আমার পিতা মোঃ ইউসুফ আলী কবিরাজ মহব্বত আলী বয়াতির পুত্র আচমতআলি বয়াতি, মোঃ মুনসুর আলী বয়াতি, মফসের আলী ও আফসের আলী বয়াতিদের কাছ থেকে ছাবকবলা দলিল মুলে জমি ক্রয় করে ভোগ দখল করে আসছিলেন তিনি।
কিন্তু ইদানিং সময় তাদের একই বাড়ির প্রতিপক্ষ চাচাতো ভাই মোঃ ইয়াকুব আলী কবিরাজের পুত্র মোঃ ইউনুস কবিরাজ ৫৮ গং তাদের (সাহিদা) বসত বাড়ির গাছ কাটতে গেলে তার (সাহিদা) চাচাতো ভাই ইউনুস নিজদের জমি দাবি করে গাছ কাটায় বাধা সৃষ্টি করে খুন জখমের হুমকি দিয়ে আসছে।
এ বিষয় স্হানীয়দের নিয়ে একাধিক বার বসেও কোন সুরাহা না পেয়ে অসহায় সাহিদা ৩১ অক্টোবর ২০২৪ ইং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত বরিশালে নিজে বাদী হয়ে মোকদ্দমা দায়ের করেন যার মামলা নং - ৯৮৯/ ২৪ ইং। বিজ্ঞ আদালত মামলা আমলে নিয়ে সহকারী কমিশনার ভূমি বাবুগঞ্জকে সরজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিল করার আদেশ প্রদান করেন।
তারি ধারাবাহিকতায় সহকারী ভূমি কমিশনার বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়ন ভূমি উপ - সহকারী কর্মকর্তা মোঃ মাইনুল ইসলামের উপর তদন্ত ন্যাস্হ করিলে তিনি সরজমিনে গিয়ে দেখতে পান ২ নং ইসলামপুর মৌজার বিএস ৩৩০ নং খতিয়ানের ৩৭৮৪,৩৭৮৫ নং দাগের মোট ৬০ শতক জমির ৩৬ শতক জমি বিএস দলিল মুলে ভোগ দখল করে আসছেন সাহিদা আক্তার গং। আর একই দাগের প্রতিপক্ষ তার চাচাতো ভাই ইউনুস কবিরাজ ২৪ শতক জমি ভোগ দখল করে আসছেন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেছেন ভূমি উপ - সহকারী কর্মকর্তা মোঃ মাইনুল হক। তিনি তর্কিত জমিতে কোন বিরোধ না দেখায় নিয়ম তান্ত্রিক ভাবে উভয়ের জমি সঠিক আছে বলে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করেন।
তারি ধারাবাহিকতা বিজ্ঞ আদালত নিয়ম তান্ত্রিক বজায় রেখে উভয়ইকেই জমি স্ব- স্ব অবস্থায় জমি ভোগ দখল করার নির্দেশ প্রদান করা সত্বেও প্রতিপক্ষ ইউনুস কবিরাজ গং নিয়ম নিতি ও আইন কানুনের তোয়াক্কা না করে তার একই বাড়ির চাচাতো বোন সাহিদা গং দের খুন জখমের পায়তারা করে আসছেন বলে জানিয়েছেন সাহিদা আক্তার ।
এ বিষয় ১ ফেব্রুয়ারি শনিবার সরজমিনে তদন্তে গিয়ে স্হানীয় অনেকের মধ্যে সায়েম আকন জানান, একাধিক বার বসা হলেও, ইউনুস কবিরাজ নিয়ম নিতির তোয়াক্কা না করে নিজ খেয়াল খুশিমত জমি ভোগ করে আসছেন। এ ছারাও ইউনুস কবিরাজকে বসার প্রস্তাব দিলেও তিনি নানান অজুহাতে এড়িয়ে যান।
এ বিষয় ভুক্তভোগী অসহায় সাহিদা ও তার পরিবার যাহাতে নিজদের ক্রয় কৃত জমি ভোগ দখল করতে পারেন সে লক্ষ্যে প্রশাসনের সর্ব স্হরের সহোযোগিতা হস্তক্ষেপ কামনা করছেন তারা।