ঢাকা , রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫ , ২০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ভোলার মেঘনায় জলদস্যুর গুলিতে ১ জেলে নিহত, আহত-৩


আপডেট সময় : ২০২৫-০২-০১ ২৩:৩১:১১
ভোলার মেঘনায় জলদস্যুর গুলিতে ১ জেলে নিহত, আহত-৩ ভোলার মেঘনায় জলদস্যুর গুলিতে ১ জেলে নিহত, আহত-৩

 

আশিকুর রহমান শান্ত, ভোলা

ভোলার মেঘনায় জেলে ট্রলারে জলদস্যুরা হামলা চালায়। হামলার একপর্যায় জলদস্যুরা এলোপাথাড়ি গুলি ছোড়ে। তাদের গুলির আঘাতে গুলিবিদ্ধ হয়ে হাসান (৩০) নামে এক জেলে নিহত হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭ টার দিকে মেঘনার ভাংতির খাল পয়েন্টে এ ঘটনা ঘটে। গুলিতে আব্বাস, কাঞ্চন ও সোহেল নামে আরো ৩ জেলে আহত হয়েছে। তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, রাতে ভোলার মেঘনায় জেলেরা মাছ শিকার করছিলো। এ সময় একদল জলদস্যু জেলেদের ট্রলারে ডাকাতির চেষ্টা চালায়। জেলেরা প্রতিহত করতে চাইলে তাদের উপর গুলি চালায় দস্যুরা। এতে এক জেলে নিহত হয় এবং ৩ জন গুরুতর আহত হয়। আহত ও নিহত জেলেদের বাড়ি ভোলা সদর উপজেলার বাঘার হাওলা এলাকায় বলে জানা গেছে।

এদিকে হঠাৎ করেই মেঘনায় দস্যুদের উপদ্রপ বাড়ায় সাধারণ জেলেদের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।

এদিকে খবর পেয়ে পুলিশ ও নৌ পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে করেছে।

এ বিষয়ে ইলিশা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শাহিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে নৌ পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।




 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ