মিরপুরে বাসের ধাক্কায় প্রাণ হারালেন মোটর সাইকেল চালক
আপডেট সময় :
২০২৫-০২-০১ ২২:২০:৫০
মিরপুরে বাসের ধাক্কায় প্রাণ হারালেন মোটর সাইকেল চালক
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়ায় বাসের ধাক্কায় শুভ হোসেন (২৬) নামের এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে কুষ্টিয়া-পাবনা আঞ্চলিক মহাসড়কস্থ উপজেলার তালবাড়িয়া হাই স্কুলের সামনে এ দূর্ঘটনা ঘটেছে।
নিহত শুভ নাটোরের তেবাটিয়া বাজার এলাকার বাসিন্দা।
জানা গেছে, শুভ তার বন্ধুর সঙ্গে নাটোর থেকে কুষ্টিয়ায় ঘুরতে এসে পথিমধ্যে মোটরসাইকেলটিকে কাজী এন্টারপ্রাইজের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি হন।
এ সময় তার সঙ্গে থাকা বন্ধু গুরুতর আহত হয়েছেন এবং তিনিব হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, বাসের ধাক্কায় একজন মোটরসাইকেল চালক নিহত ও ১ জন আহত হয়েছেন। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ উপস্থিত হয়ে আইনগত কার্যক্রম সম্পন্ন করছে। এ ঘটনায় নিহতর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স