মো. শহিদুল ইসয়াম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে মোটরসাইকেল দুর্ঘটনায় তাসলিমা খাতুন (২৪) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।
আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাসলিমার বাড়ি বগুড়া জেলার বিসনোপুরে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে মোটরসাইকেল যোগে বগুড়ায় ফিরছিলেন তাসলিমা ও তার দুলাভাই আবুল কালাম আজাদ। পথিমধ্যে চলন্ত মোটরসাইকেলের চাকার সঙ্গে তাসলিমার ওড়না পেঁচিয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
যমুনা সেতু পূর্ব থানার এসআই শহিদুল ইসলাম বলেন, খবর পাই, আনালিয়া বাড়ি এলাকায় এক নারী মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে। মোটরসাইকেলের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে পড়ে তার মৃত্যু হয়েছে জানা গেছে। এসময় আরো একজন আহত হন। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।