ঢাকা , সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫ , ২০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পটুয়াখালীতে সেচ্ছাসেবকলীগ নেতা এখন বিএনপির তালিকায়


আপডেট সময় : ২০২৫-০২-০১ ১৫:১৮:০৪
পটুয়াখালীতে সেচ্ছাসেবকলীগ নেতা এখন বিএনপির তালিকায় পটুয়াখালীতে সেচ্ছাসেবকলীগ নেতা এখন বিএনপির তালিকায়

 
পটুয়াখালী প্রতিনিধি; 
 
পটুয়াখালীতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ পদ থাকতে একজন ইউনিয়ন বিএনপি ও অপরজন ওয়ার্ড বিএনপির গুরুত্বপূর্ণ পদ দখল করার প্রমাণ পাওয়া যায়। এমন ঘটনা ঘটেছে পটুয়াখালীর সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নে।
 
কমিটির তালিকা বিশ্লেষণে জানা যায়, পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়ন শাখা বিএনপির বর্তমান কার্যনির্বাহী কমিটির সাধারন সম্পাদক সুলতান মাহমুদ। যিনি একই সঙ্গে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি পদে রয়েছেন। স্বেচ্ছাসেবক লীগের একই কমিটিতে মনির ঘরামী যিনি বর্তমানে ৯নং ওয়ার্ড বিএনপি কমিটিতে সাধারণ সম্পাদক। 
 
  ২০১৭ সালের ২৪শে মে অনুমোদিত ছোট বিঘাই স্বেচ্ছাসেবক লীগ কমিটিতে সহ-সভাপতি পদে সুলতান মাহমুদ ও সহ-সাংগঠনিক পদে মনির ঘরামির নাম রয়েছে। স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্র থেকে ঘোষিত প্রতিটি প্রোগ্রামে তারা ইউনিয়ন পর্যায় থেকে সক্রিয় ছিল। আওয়ামী লীগের রাজনৈতিক প্রোগ্রামে উপজেলা এবং জেলায় সক্রিয় অংশগ্রহণ করতো তারা। সাম্প্রতিক সময়ে প্রকাশিত সুলতান মাহমুদ এবং মনির ঘরামীর নাম বিএনপি'র কমিটিতে থাকায় অনেকেই হতভাগ। একই ব্যক্তি স্বেচ্ছাসেবক লীগ কমিটিতে থাকা সত্ত্বেও কিভাবে বিএনপির কমিটিতে তাদের নাম আসলো এ নিয়ে ইউনিয়ন বিএনপি'র মধ্যে বিভ্রান্তি শুরু হয়েছে। 
 
সুলতান মাহমুদ বলেন, ছাত্র জীবনে আমি ছাত্রদলের রাজনীতি করেছি। কেউ ইচ্ছা করে আওয়ামী লীগের কমিটিতে আমাকে রাখতেই পারে। আমি কখনো আওয়ামী লীগ করি নাই। 
 
মনির ঘরামী জানান, অনেক আগে থেকেই আমি থানা বিএনপির কমিটিতে ছিলাম তবে আমার কাছে কমিটির কাগজ নাই। বর্তমান কমিটির কাগজ আছে।  আমি কখনো আওয়ামী লীগের রাজনীতি করি নাই। 
 
পটুয়াখালী সদর উপজেলা বিএনপি'র আহবায়ক কাজী মাহবুব আলম বলেন, ২০২২ সালে ছোট বিঘাই ইউনিয়ন বিএনপির কমিটি দেওয়ার সময় সুলতান মাহমুদ ও মনির ঘরামির বিরুদ্ধে আমার কাছে অভিযোগ আসে, কিন্তু আমি যাচাই-বাছাই করে দেখি তারা আওয়ামী লীগ থেকে পদত্যগ করেছে। তাই আমি ওদেরকে বিএনপি'র পোস্ট দিয়েছি। 
 
 
 
 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ