ঢাকা , শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫ , ১৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বদরগঞ্জে তুচ্ছ ঘটনায় বোনকে মারধর, প্রতিবাদ করায় ভাইকে কুপিয়ে জখম।


আপডেট সময় : ২০২৫-০২-০১ ০১:৪৮:৫৯
বদরগঞ্জে তুচ্ছ ঘটনায় বোনকে মারধর, প্রতিবাদ করায় ভাইকে কুপিয়ে জখম। বদরগঞ্জে তুচ্ছ ঘটনায় বোনকে মারধর, প্রতিবাদ করায় ভাইকে কুপিয়ে জখম।

 
রানা ইসলাম বদরগঞ্জ রংপুর 
 
রংপুরে বদরগঞ্জে রিক্তা বেগম (৩৭)নামে এক নারীকে মারধর করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগী রিক্তা বেগম থানায় ৪জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। গত বৃহস্হপতিবার ৩০ জানুয়ারী সন্ধ্যার দিকে এমন অমানবিক ঘটনা ঘটেছে পৌরশহরে মাস্টার পাড়া গ্রামে।
 
ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাস্টার পাড়ায় আজম নামে এক ব্যাক্তির মুদি দোকান রয়েছে। দীর্ঘ দিন ঐ দোকানে বাকি ও নগদ টাকায় খরচ করতেন রিক্তা বেগম। এতে দোকানে ১৫০টাকা বকেয়া পড়ে। ঘটনার দিন রিক্তা বেগম বকেয়া টাকা পরিশোধ জন্য ৫০০টাকার নোট নিয়ে ঐ দোকানে যায়। দোকানে বসে ছিলো দোকানের মালিক আজমের স্ত্রী রুমি বেগম। অবশিষ্ঠ ৩৫০টাকা ফেরত চায় রিক্তা বেগম। একপর্যায়ে রিক্তা সঙ্গে রুমি বেগম কথা কাটি হয়।

লিখিত অভিযোগে আরো জানা যায়, ঘটনার সময় রুমি বেগম ও তার স্বামী আজম মিলে রিক্তাকে মারধর করতে থাকে। বোনকে মারধর খবর শুনে ছোট ভাই ফাহিমকে এগিয়ে এলে তাকেও পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। গুরতর আহত অবস্থায় উপজেলা হাসপাতালে নিয়ে গেলে তার মাথায় ১০টি সেলাই দেওয়া হয়। 
 
এবিষয়ে আহত ফাহিম বলেন, আমার বোন বাকি টাকা আজম দোকানে দিতে যেয়ে তারা আমার বোনকে মারধর করে। আমি এর প্রতিবাদ করলে আমার মাথা ফাটিয়ে দিয়েছে আজম ও তার লোকজন। তারা সবাই মিলে আমার বোনের কাপড় ছিড়ে ফেলে শ্লীলতাহানি ঘটায়।

ফাহিম আরো বলেন, মারধরের সময় তারা আমার বোনের কানের দুল তারা খুলে নেয়। আমি এঘটনায় ন্যায় বিচার দাবি জানাই প্রশাসন নিকট।
 
অভিযোগ অস্বীকার করে আজম বলেন, তার নিজের মাথা নিজে ফাটাইছে।আমরা কারো গায়ে হাত দেয়নি। তাদের কাছে বকেয়া টাকা চাইলে তারা উত্তেজিত হয়ে আমার দোকানে ভাঙচুর করে। 
 
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম আতিকুর রহমান বলেন, দুই পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ