ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

জেলেপল্লির সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতের সুরক্ষা সামগ্রী উপহার


আপডেট সময় : ২০২৫-০১-৩১ ১৮:৩৩:১৯
জেলেপল্লির সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতের সুরক্ষা সামগ্রী উপহার জেলেপল্লির সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতের সুরক্ষা সামগ্রী উপহার

 
 মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :
 
 পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মাছুয়া ইউনিয়নের কাটাখাল নামক স্থানে জেলেপল্লির সুবিধাবঞ্চিত স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে শুক্রবার (৩১ জানুয়ারি) শীতের সুরক্ষা সামগ্রী- লিপজেল, শ্যাম্পু, বেবি লোশন, সাবান এবং ব্রাশ বিতরণ করেছেন।

হাতেখড়ি ফাউন্ডেশন ও সমাজসেবক এ আর মামুন খানের উদ্যোগে প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থীর মাঝে এই উপকরণ তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন হাতেখড়ি ফাউন্ডেশনে সভাপতি সজিব মিত্র, সহ-সভাপতি আবিদ হাসান, মঠবাড়িয়া শাখার সাধারণ সম্পাদক ইমরান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখর হালদার, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক জিয়া হক, সদস্য উম্মেদ জাহান, রাব্বি ,রোহিত প্রমুখ

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তাসকিয়া বলেন, শীতের সুরক্ষা সামগ্রী উপহার পেয়ে অনেক উপকার হয়েছে। বাবা নদীতে মাছ ধরে সব সময় কিনে দিতে পারে না। সুরক্ষা সামগ্রী পেয়ে সত্যি আমরা আনন্দিত।

হাতেখড়ি ফাউন্ডেশনের পরিচালক রুবেল মিয়া নাহিদ জানান, সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণে নানা আয়োজন করে থাকে। আমরা আজকে শিশুদের পরিস্কার পরিচ্ছন্ন থাকার গুরুত্ব ও নিজেদের শরীরের যত্ন নেওয়ার ব্যাপারে বুঝাতে সক্ষম হয়েছি। এসব সামগ্রী হয়তো শিশুদের মুখে এক চিলতে হাসি ফুটিয়ে তুলবে। এটাই আমাদের চাওয়া।

সমাজসেবক এ আর মামুন খান বলেন, এই কর্মসূচি বাচ্চাদের জন্য উপকারী হবে। সবাই এভাবে এগিয়ে এলে ওরা আরও উৎসাহী হবে এবং ঝড়ে পড়ার হার কমবে। আমাদের সবাইকে এসব সুবিধাবঞ্চিত শিশুদের কথা ভাবতে হবে। 

উল্লেখ্য, স্বেচ্ছাসেবী এ সংগঠনটি ২০১৮ সাল থেকে দক্ষিণাঞ্চলের বলেশ্বর নদী তীরবর্তী জেলেদের সন্তানদের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করছে।





 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ