ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​সাংস্কৃতিক সন্ধ্যা দিয়ে শেষ হয়েছে নৃবিজ্ঞান সপ্তাহ ,


আপডেট সময় : ২০২৫-০১-৩১ ১৪:৩৮:৩৩
​সাংস্কৃতিক সন্ধ্যা দিয়ে শেষ হয়েছে নৃবিজ্ঞান সপ্তাহ , ​সাংস্কৃতিক সন্ধ্যা দিয়ে শেষ হয়েছে নৃবিজ্ঞান সপ্তাহ ,



কুবি প্রতিনিধি: 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জমকালো সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে শেষ হয়েছে, নৃবিজ্ঞান বিভাগের 'নৃবিজ্ঞান সপ্তাহ-২০২৫'। এছাড়া অনুষ্ঠানের একপর্যায়ে বিভাগটির ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদেরকে বিদায় দেওয়া হয়।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে প্রদিপ প্রজ্জ্বলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এই সন্ধ্যা অনুষ্ঠিত হয়। 

গত ২৬ জানুয়ারি (রবিবার) উদ্ভোধন হয় 'নৃবিজ্ঞান সপ্তাহ-২০২৫'। পুরো সপ্তাহ জুড়ে অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন খেলাধুলা।

উক্ত সাংস্কৃতিক সন্ধ্যায় নৃবিজ্ঞান সপ্তাহের আহ্বায়ক ও বিভাগটির সহকারী অধ্যাপক হাসিনা বেগম বলেন,
'আমাদের শিক্ষার্থীরা অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠানটি আয়োজন করেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা যে আয়োজন করেছে প্রথমে আমার ভয় হচ্ছিল এখন দেখলাম তারা অসাধারণ করেছে। নাচ, গান, ডিবেট সবকিছুতে খুব ভালো একটা আয়োজন হয়েছে। আশা করি আমাদের শিক্ষার্থীরা নতুনত্বের ধারা বজায় রেখে সামনে আরও প্রোগ্রামের আয়োজন করবে।'

নৃবিজ্ঞান সোসাইটির সাধারণ সম্পাদক মানছুর আলম অন্তর বলেন, নৃবিজ্ঞান বরাবরই ব্যতিক্রমধর্মী আয়োজন করে থাকে। এবারও আমরা সেটা বজায় রেখেছি। আমরা ভিন্ন আঙ্গিকে বাংলা সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করেছি। এর পূর্বে ২৬ তারিখ থেকে আমাদের নৃবিজ্ঞান সপ্তাহ শুরু হয়, খেলাধুলা নাচগান বিভিন্ন আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী সকলের সহযোগিতায় অনেক সুন্দর একটি অনুষ্ঠান হয়েছে।'




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ