ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫ , ১৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পিরোজপুরের নেছারাবাদে যুবকে হত্যার দায়ে ৪ জনকে যাবত জীবন কারাদন্ড দিয়েছে আদালত


আপডেট সময় : ২০২৫-০১-২৯ ২০:৩৭:১৬
পিরোজপুরের নেছারাবাদে যুবকে হত্যার দায়ে ৪ জনকে যাবত জীবন কারাদন্ড দিয়েছে আদালত পিরোজপুরের নেছারাবাদে যুবকে হত্যার দায়ে ৪ জনকে যাবত জীবন কারাদন্ড দিয়েছে আদালত



 বিশেষ প্রতিনিধি:

 পিরোজপুরের নেছারাবাদে যুবকে হত্যার দায়ে চারজনকে জাবৎজীবন কারাদন্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এর বিচারত মোক্তার আলম এর আদালতে এ রায় দেন। রায় ঘোষণার সময়ে দুই আসামী আদালতে উপস্থিত ছিলেন বাকি দুই আসামী পলাতক রয়েছেন।

কারাদন্ড প্রপ্ত আসামীরা হলো রফিকুল ইসলাম (৫৫), জসিম আকন (৪৫), আ: জব্বার হিরু(৭০), খোকন মোল্লা(৫০)। রায় ঘোষণার সময়ে আসামী রফিকুল ইসলাম, জসিম আকন পলাতক ছিলেন। 

মামলা সূত্রে জানাযায়,
২০০৬ সালে ভিকটিম হারুন অর রশিদ (৩৫) বরিশাল একাউন্টস অফিসের এম এল এস এস পদে চাকুরী করতেন। তার সাথে কমবেশি টাকা থাকতো এটা সবাই জানতেন। ঘটনার রাতে ভিকটিম তার এলাকায় আসার পথে নেছারাবাদের সারেংকাঠী ইউনিয়নের বিষ্ণুকাঠী গ্রামের একটি খালের পাশে আসলে আসামীরা তাকে হত্যা করে তার থেকে ৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপরে তাকে হত্যা করে খালের পাশে ফেলে রেখে চলে যায়। এ ঘটনায় ২০০৬ সালের ২৭ অক্টোবর সারেংকাঠী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মহিউদ্দিন হাওলাদার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

অতিরিক্ত পবলিক প্রসিকিউটর এ্যাড. ওয়ালিদ হাসান বাবু জানান, ২০০৬ সালে নেছারাবাদ উপজেলার সারেংকাঠী গ্রামে একটি অজ্ঞাতনামা লাশ পাওয়ার মামলায় চারজন আসামীকে অভিযুক্ত করে চার্জশিট প্রদান করে। আজ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত আসামীদের জাবৎজীবন কারাদন্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। অনাদারে তাদের আরো ৬ মাস সশ্রম কারাদন্ড প্রদান করেন। এসময় আ: জব্বার হিরু(৭০), খোকন মোল্লা(৫০) আদালতে উপস্থিত ছিলেন বাকী দুই আসামী পলাতক রয়েছে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ