ঢাকা ০৮:৪৫:০৮ পিএম, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫ , ৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​কচুয়ায় অসহায় নির্যাতিত পরিবারের সংবাদ সম্মেলন


আপডেট সময় : ২০২৫-০১-২৯ ১৩:১৮:২০
​কচুয়ায় অসহায় নির্যাতিত পরিবারের সংবাদ সম্মেলন ​কচুয়ায় অসহায় নির্যাতিত পরিবারের সংবাদ সম্মেলন


উজ্জ্বল কুমার দাস কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি।

হামলা ও মিথ্যা মামলার দিয়ে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে, কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের চরকাঠি গ্রামের নির্যাতিত পরিবার হাবিবুর সরদার এর  স্ত্রী তহুরুনেছা সহ ৫/৬ জন ভুক্তভোগী পরিবারের সদস্য। 

(মঙ্গলবার) ২৮ই জানুয়ারি  বিকাল ৪টায় বিভিন্ন অভিযোগের কথা উল্লেখ করে কচুয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী তহুরুনেছা লিখিত বক্তব্যে বলেন,
আমরা কয়েক বছর ধরে সেনাবাহিনীর সদস্য বুলবুল সরদার, পিতা তায়জুল সরদার ও তার স্ত্রী সামিমা আক্তার মায়ার হাতে নির্যাতিত হয়ে আসছি।তাই নির্যাতনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অনেক চেষ্টা করেও গ্রামবাসীর কাছে কোন সুরহা পায়নি।

আমরা গরিব অসহায় মানুষ দিনদিন মিথ্যা মামলায় শুধু হয়রানির শিকার হচ্ছি। বুলবুল সরদার টাকার গরমে আমাদের বিভিন্ন সময় হুমকি ও নির্যাতন চালিয়ে আসছে।এই পর্যন্ত যত মামলা করেছে সব ঘরের লোক দিয়ে স্বাক্ষী দেওয়ানো হয়েছে। এলাকার কোন লোক তাদের বিচার করার চায়না মামলার ভয়ে। তিনি লিখিত অভিযোগে আরও বলেন, মিথ্যা মামলার পরে যদি কোন লোক বা পুলিশ গ্রামে তদন্তে আসে গ্রামের কোন লোক ভয়ে স্বাক্ষী পর্যন্ত দেয় না, যেমন তাদের মুখের ভাষা খারাপ তেমন তাদের অত্যাচারের ভয়। তাদের ভিতরে অনেক ভয় কাজ করে কারন কেই যদি তাদের বিরুদ্ধে কিছু বলে তাহলে বুলবুল ছুটিতে বাড়িতে এসে তাদের উপরে অত্যাচার করে।

তিনি আরো উল্লেখ্য করে বলেন, আমরা পরের কাছ থেকে ঘের বর্গা রেখে মাছ চাষ করি, তাদের জমিও আমাদের জমির পাশে তারা আমাদের জমি উক্ত জমির মালিকের কাছ থেকে রাখতে চায় কিন্তু মালিক দিতে চায়না তাই তারা আমাদের উপরে অত্যচার করে আমদের জমিতে যখন পানির প্রয়োজন থাকে তখন তারা পানি জোর করে নিয়ে যায় আর যখন পানি পর্যাপ্ত পরিমানে থাকে তখন তারা অতিরিক্ত পানি প্রবেশ করিয়ে দেয় তাতে আমাদের অনেক ক্ষতি হয়।তারা আমাদের জমিতে ৩ বার  বিষ দিয়ে সব মাছ মেরে ফেলে,আমরা অসহায় দরিদ্র হবার কারণে আমরা ভয়ে কারো কাছে কোন অভিযোগ পর্যন্ত করতে পারিনি তারা সকল ক্ষেত্রে টাকা আর ক্ষমতা প্রয়োগ করে সকল কিছু থামিয়ে দেয় তারা অপরাধ করার পরেও আমাদের বিরুদ্ধে মামলা দেয়।

তাদের এই ঘটনার প্রতিবাদ করতে গেলে ২৮/০৯/২০২৪ ইং আমি ঘেরে খাবার দিতে গেলে বুলবুল সরদার হটাৎ করে ধারালো ছুরি নিয়ে আমার উপরে আক্রমন করে এবং আমাকে হত্যার চেষ্টা করে আমার মাথায় ১ টা কোপ দেয় আর আমার পায়ে একটা কোপ দেয়,আমি জোরে চিৎকার করলে তখন লোক জন চলে আসে। তাই আল্লাহর অশেষ রহমতে আমি রক্ষা পাই। আমি ১০ দিন যাবৎ বাগেরহাট সদর হসপিটালে ভর্তি ছিলাম তাহার যথাযথ প্রমানও আমাদের কাছে আছে। আমি বাধ্য হয়ে এক পর্যায়ে  তাদের বিরুদ্ধে মামলা করি। এ পর্যন্ত সে কখনও কোর্টে হাজির হয়নি গত ২৩/০১/২০২৫ ইং তারিখে কোর্টে হাজির হয়ে জামিন নেয়। জামিন নিয়ে বাড়ি আসে বাড়ি এসে তার ভাইকে দিয়ে জোর করে আমাদের ঘেরের কলা কেটে নেয়। তাদের হাতে দা আমরা ভয়ে কিছু বলতে পারিনি। উক্ত ঘটনার পরে তারা আবার আমাদের হুমকি দেয় তারা হসপিটালে আমাদের জন্য বেড ভারা করে রেখেছে আমাদের হাত পা ভেঙে ভর্তি করবে। আমরা ভুক্ত ভুগি ৩৫ জনের মধ্যে একটি মেয়ে আছে খোঁড়া একটি মেয়ের একটি চোখ অন্ধ আর একজন পেরা-লাইছিস এবং সবাই দিন মজুর এবং ভ্যান চালক আমরা বরোই অসহায়। 

এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা যেনো যথার্থ বিচার ও তাদের অত্যাচারের হাত থেকে মুক্তি পাই তাহার জোর দাবি জানাই।
সংবাদ সম্মেলন তাহুরুনেসার সাথে ছিলেন, ভুক্তভোগী আকলিমা, রুনা, রহিমা, মিনারা, ছিদ্দিক, হাবিবুর সরদার। 
এদিকে বুলবুল ও তার স্ত্রী সামিমা আক্তার মায়া কাছে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বলেন সংবাদ সম্মেলনে যে অভিযোগ দিয়েছে তা ভিত্তিহীন ও উদ্দ্যেশ্য প্রোনদিত।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ