নিজস্ব প্রতিবেদক
র্যাব-১৩ এর অভিযানে লালমনিরহাট জেলার আদিতমারী থানাধীন এলাকা হতে ৯৮১ পিস ইয়াবাসহ ০২ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার।
’বাংলাদেশ আমার অহংকার’, এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২৮ জানুয়ারি ২০২৫ ইং তারিখ বিকাল ১৬.১০ ঘটিকার সময় লালমনিরহাট জেলার সদর থানার খুনিয়াগাছ ইউপিস্থ ০৬নং ওয়ার্ডের মিলনবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৯৮১ পিস ইয়াবাসহ ০২ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করে।
উক্ত কুখ্যাত মাদক ব্যবসায়ীগণ বহুদিন যাবৎ রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সূত্রের ভিত্তিতে তার উপর সার্বক্ষণিক নজরদারির মাধ্যমে র্যাব-১৩, রংপুর এর একটি চৌকস আভিযানিক দল উক্ত মাদক ব্যবসায়ীকে সনাক্ত করতে সক্ষম হয় এবং মাদক ব্যাবসায়ীগণ ১। মোঃ সাইফুল ইসলাম নান্নু (৪৯), পিতা-মৃত আব্দুল গনি, এবং ২। মোঃ সমির উদ্দিন (৫১), পিতা-মৃত মফিজ উদ্দিন উভয় সাং-তালুকদুলালী, থানা-আদিতমারী, জেলা-জেলা-লালমনিরহাটদ্বয়’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীদ্বয়কে লালমনিরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।