নিজস্ব প্রতিেবদক
'বাংলাদেশ আমার অহংকার'-এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।
র্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৮ জানুয়ারী ২০২৫ তারিখ সময় রাত্রী আনুমানিক ২১.১৫ ঘটিকায় দিনাজপুর জেলার বিরামপুর থানাধীন ৭নং দলিপ্রয়াগপুর ইউনিয়নের অন্তর্গত চন্ডিপুর গ্রামস্থ জনৈক মোঃ ফারুক হোসেন, পিতা-মৃত জবেদ আলী এর সিফাত ভ্যারাইটি স্টোর মুদি দোকানের সামনে বিরামপুর টু দিনাজপুর গামী মহাসড়কের উপরে চেকপোষ্ট অভিযান পরিচালনা করে ৬ চাকা বিশিষ্ট একটি ট্রাকের পিছনের মালামাল বহন করা বডির ভেতর প্লাস্টিকের তৈরি কার্টুন বাধা পুরাতন ফিতার বোঝার মধ্যে কৌসলে লুকানো ৪টি পাটের বস্তার মধ্যে সর্বমোট ১৩১ কেজি গাঁজা সহ মাদক সম্রাট আসামী ১। মোঃ জলিল মিয়া (২৫), পিতা- মৃত সালেক মিয়া, সাং- শ্রীপুর বালী, থানা- নেত্রকোণা সদর, জেলা- নেত্রকোণা, ২। মোঃ খোকন শরীফ (৪০), পিতা- মোঃ লাল মিয়া, সাং- চল্লিশ কাউনিয়া, থানা-রাজপুর, জেলা- ঝালুকাঠি বর্তমানে মেট্রো হাউজিং, রোড নং-০৩, থানা- মোহাম্মদপুর, মহানগর ঢাকাদ্বয়কে ঘটনাস্থল হতে হাতে নাতে গ্রেফতার করা হয়। এ সময়ে মাদকদ্রব্য গাঁজা পরিবহনে ব্যবহৃত ট্রাক গাড়িটি জব্দ করা হয়।
পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।